Google AdSense-এ সাইট যোগ করার সমস্যা ও সমাধান

সূচিপত্র
ভূমিকা
শুরুতে অনেক বেশি পরিমাণে খারাপ লাগছিলো, কারণ অনেক কষ্ট করে ২০১৪ সাল থেকে আর্টিকেল লেখা শুরু করেছিলাম। লেখালেখি করা সখ ছিলো, তাই অ্যাডসেন্স এর ব্যাপারে তেমন ধারণা ছিলো না।
তবে আমি প্রথমত অ্যাডসেন্স ব্যবহার শুরু করি ইউটিউব এর জন্য। সেই সুবাদে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলা হয়েছে।
শুরুতে যখন আমি Blogger এ অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করতে গেলাম, তখনই সমস্যা শুরু হলো। অ্যাডসেন্সে গিয়ে আমি site অপশন খুঁজে পাচ্ছিলাম না। কারণ আমার Blogger সাইটটি অ্যাড করতে হবে AdSense এ।

স্টেপ ১: Google AdSense সার্চ করুন
Google Search এ গিয়ে লিখুন Google AdSense। এরপর প্রথম লিংকে ক্লিক করুন।

স্টেপ ২: AdSense ওয়েবসাইটে প্রবেশ করুন
আপনি সফলভাবে AdSense Website এ প্রবেশ করেছেন। এরপর Get Started/প্রবেশ করুন এ ক্লিক করুন।

স্টেপ ৩: ইমেইল আইডি প্রদান করুন
ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে একটি পপ আপ আসবে যেখানে আপনার mail id চাওয়া হবে। এইখানে আপনি সেই mail id টাই দিবেন যেটা দিয়ে আপনার ব্লগ তৈরি হয়েছে।

স্টেপ ৪: ব্লগ সাইটের তথ্য পূরণ করুন
Mail সিলেক্ট করার পর আপনার সামনে একটি নতুন উইন্ডো আসবে যেখানে আপনার Blog Site Address চাওয়া হবে এবং কিছু বাড়তি তথ্য। যেগুলো সঠিক ভাবে পূরণ করে সবার নিচে Start using AdSense এ ক্লিক করুন।

সমাপ্তি
আপনার কাজ শেষ! এখন দেখবেন হাতের পাশেই বিভিন্ন অপশন পেয়ে যাবেন Ads/Sites ইত্যাদি। আপনার YouTube এবং Blog দুটোই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টে কানেক্ট হয়ে গেছে।

ধন্যবাদ, যদি উপকৃত হন, তবে শেয়ার করুন এবং অন্যদেরকেও সাহায্য করুন।
Thanks admin to share a useful article. you can read these articles....... Because we share too.
উত্তরমুছুন1. কাশির ট্যাবলেট এর নাম
2. চিয়া সিড এর উপকারিতা ও অপকারিতা
3. আর্টস এর সাবজেক্ট কি কি
4. দাউদের সবচেয়ে ভালো মলম
5. ঘুমের ঔষধের পিক
6. পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া মোটা হওয়ার ওষুধ
7. আসল ভিটমেট চেনার উপায়
8. ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট বিষয়সমূহ
9. গ্যাস্ট্রিকের ব্যথা কোথায় কোথায় হয়
10. সর্দির ট্যাবলেট এর নাম
11. মাহিম নামের অর্থ কি
12. নুসরাত জাহান নামের অর্থ কি
13. জিহাদ নামের অর্থ কি
14. জারিফ নামের অর্থ কি
15. আসল ভিটমেট apk
Nice
উত্তরমুছুনYes it is!
উত্তরমুছুন