Screen Overlay Detected সমস্যা সমাধানের উপায় ( How to Solve Screen Overlay Detected Problem in An Android )



বর্তমানে এন্ড্রোয়েড ম্যার্সম্যালোতে ৬.০ থেকে Screen Overlay Detected - (পর্দার উপরে শনাক্ত করা)  বহুল প্রচলিত একটি শব্দ।

অনেকেই এটি নিয়ে অনেক বেশি সমস্যায় ভুগেছেন এবং এমন অনেকেই আছেন যারা জানেন না যে কিভাবে এই সমস্যার সমাধান করবেন।

তাহলে চলুন দেখে নেই যে কিভাবে কি করতে হবে ? 

** শুরুতেই বলে নেই যে সমস্যাটি নানাবিধ কারনেই হতে পারে,
১। সেটিং এ কিছু এপ্স পারমিশন পরিবর্তন করার মাধ্যমে
২। ডেবোলোপার অপশন এর ত্রুটির কারনে
৩। ইন্সটলকৃত কিছু এপ্স এর জন্য

চলুন শুরু করা যাক,

প্রথমেই নিচের ছবির মতো কোনো একটি এপ অন করার সময় দেখতে পারবেন,


Screen Overlay Detected
প্রথমেই দেখতে হবে কোন এপ্সটি আপনার Screen Overlay Detected পারমিশন চাচ্ছে,

ধাপ ১:
স্যামসং ব্যতিত মোবাইলে খুজার জন্য,

Open the Settings
Tap the magnifying glass at the top right
Enter the search term “draw”
Tap Draw over other apps
Alternative route: Apps> [Gear Icon]> Draw over other apps

স্যামসং এ খুজার জন্য,



Open the Settings
Then Applications > Application manager
Press on More > Apps that can appear on top

ধাপ ২:
তারপর আপনি অনেক গুলো Screen Overlays/ Floating Buttons এপ্স এর লিস্ট দেখতে পাবেন। তারপর সমস্যাকৃত এপ্সটি সনাক্ত করে অস্থায়ীভাবে তার পারমিশন অফ করে দিতে হবে। নিম্নে কিছু পোয়েন্ট দেয়া হলো,যারা সমস্যা তৈরি করে

** Do you see an app bubble on your screen? If do, this app is almost certainly the cause. Either you hide the app bubble or disable the app in the list

** Do you have an app installed that changes the colors on the display or adjusts the brightness?

** Reportedly, Clean Master can be a trouble maker. If you see Clean Master in the list, disable it

** If there’s no obvious cause, disable everything

এখন আপনি আপনার নির্দিষ্ট এপ্সটি চালু করেন,দেখবেন “Display overlay detected” এই লেখাটি ছাড়া এপ্স পারমিশন চাচ্ছে,আপনি সব "Allow" দিয়ে যান।

স্যামসং এর ক্ষেত্রে,
আমরা লক্ষ্য করেছি যে "One-Handed Keyboard" সেটিং এই সমস্যার মূল উপাদান হতে পারে, তাই প্রথমেই এটি ডিএক্টিভ করে নিন

Deactivate it by going to Settings> Advanced features > One-handed operation.

ধাপ ৩:
এন্ড্রোয়েড ম্যার্সম্যালোতে এপ্লিকেশন ইন্সটল দেয়ার পর কিছু আপ্স পারমিশন চাবে,তা সব "Allow" দিতে হবে "Deny" দেয়া যাবে না। যদি ভুল বশত "Deny" দিয়ে ফেলেন তাহলে নিচের প্রক্রিয়া অনুসরণ করুন,দেখবেন আপনার আপ্স ঠিক-ঠাক চলছে।

প্রক্রিয়া => Setting => Application => Application Manager => তারপর আপনার নির্দিষ্ট আপ্সটি বাছাই করুন এবং ক্লিক করুন => তারপর দেখবেন Permissions আছে => তারপর প্রয়োজনীয় সব পারমিশন অন করে দিন।


ধাপ ৪:

কিছু সময় ডেবোলোপার অপশন এ ছারখানি করার জন্যও এমন হতে পারে, এজন্য উত্তম হলো ডেবোলোপার অপশনটি অফ করে দেয়া। এই ডেবোলোপার অপশন এ "Simulate Secondary Display" নামে একটি বক্স পাবেন যেটা "None" দিয়ে দিবেন। সবচেয়ে উত্তম হলো ডেবোলোপার অপশনটি অফ করে দেয়া।

ধাপ ৫:
মাঝে মাঝে কিছু আপ্স এর জন্য Screen Overlay Detected কথাটি আসে যা এন্ড্রোয়েড এর ব্যাকগ্রাউন্ড এ কাজ করে এই সমস্যাটি তৈরি করে। নিম্নে এপ্সগুলোর নাম দেয়া হলো,


Clean Master 
CM Security 
iSwipe 
Drupe 
Lux and 
Twilight 
DU Battery Saver - DU Swipe
Batternet VPN

উপরোক্ত এপ্স গুলো ব্যবহার করার পর Screen Overlay Detected সমস্যাটি দেখা দেয় এন্ড্রোয়েড ফোনে।
তাই আপনারা চাইলে উপরোক্ত এপ্স গুলো ফোর্স স্টোপ দিয়ে রাখতে পারেন অথবা আনইন্সটল করে দিতে পারেন।
উভয় ক্ষেত্রেই আপনার Screen Overlay Detected সমস্যাটির সমাধান হয়ে যাবে।


বি:দ্র - সব কাজ শেষ করে আপনি অবশ্যই ফোনটি Restart দিবেন (Mandatory) 

আমাকে ফলো করতেঃ
1. Google Plus Link
2. Facebook Link

প্লিজ Subscribe YouTube Channel, টেকনিক্যাল ভিডিও দেখার জন্য। 

মোঃ সবুজ খান
টেক প্রিয়জন টিম

Post a Comment

Previous Post Next Post

Contact Form