Google AdSense Ads or Site option not Showing? Here is Solutions!

Google AdSense সমস্যা সমাধান

Google AdSense-এ সাইট যোগ করার সমস্যা ও সমাধান

Google AdSense by Sabuz
নোট: এই আর্টিকেলটি ইংরেজি তেও পড়া যাবে। আপনার ব্রাউজারের ট্রান্সলেট বাটন ব্যবহার করে ইংরেজি ভাষা নির্বাচন করুন।

ভূমিকা

শুরুতে অনেক বেশি পরিমাণে খারাপ লাগছিলো, কারণ অনেক কষ্ট করে ২০১৪ সাল থেকে আর্টিকেল লেখা শুরু করেছিলাম। লেখালেখি করা সখ ছিলো, তাই অ্যাডসেন্স এর ব্যাপারে তেমন ধারণা ছিলো না।

তবে আমি প্রথমত অ্যাডসেন্স ব্যবহার শুরু করি ইউটিউব এর জন্য। সেই সুবাদে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলা হয়েছে।

শুরুতে যখন আমি Blogger এ অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করতে গেলাম, তখনই সমস্যা শুরু হলো। অ্যাডসেন্সে গিয়ে আমি site অপশন খুঁজে পাচ্ছিলাম না। কারণ আমার Blogger সাইটটি অ্যাড করতে হবে AdSense এ।

Google AdSense

স্টেপ ১: Google AdSense সার্চ করুন

Google Search এ গিয়ে লিখুন Google AdSense। এরপর প্রথম লিংকে ক্লিক করুন।

Search Google AdSense

স্টেপ ২: AdSense ওয়েবসাইটে প্রবেশ করুন

আপনি সফলভাবে AdSense Website এ প্রবেশ করেছেন। এরপর Get Started/প্রবেশ করুন এ ক্লিক করুন।

AdSense Get Started

স্টেপ ৩: ইমেইল আইডি প্রদান করুন

ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে একটি পপ আপ আসবে যেখানে আপনার mail id চাওয়া হবে। এইখানে আপনি সেই mail id টাই দিবেন যেটা দিয়ে আপনার ব্লগ তৈরি হয়েছে।

Choose Email ID

স্টেপ ৪: ব্লগ সাইটের তথ্য পূরণ করুন

Mail সিলেক্ট করার পর আপনার সামনে একটি নতুন উইন্ডো আসবে যেখানে আপনার Blog Site Address চাওয়া হবে এবং কিছু বাড়তি তথ্য। যেগুলো সঠিক ভাবে পূরণ করে সবার নিচে Start using AdSense এ ক্লিক করুন।

Start Using AdSense

সমাপ্তি

আপনার কাজ শেষ! এখন দেখবেন হাতের পাশেই বিভিন্ন অপশন পেয়ে যাবেন Ads/Sites ইত্যাদি। আপনার YouTube এবং Blog দুটোই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টে কানেক্ট হয়ে গেছে।

AdSense Blogger
ধন্যবাদ, যদি উপকৃত হন, তবে শেয়ার করুন এবং অন্যদেরকেও সাহায্য করুন।

3 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম