Google AdSense not showing Ads/sites option to add my sites to show my ads
You can enjoy this Article in ENGLISH, simply Click on Translate Button on your PC/Android Browser and Select ENGLISH.
শুরুতে অনেক বেশি পরিমাণে খারাপ লাগছিলো, কারণ অনেক কষ্ট করে
সেই ২০১৪ সাল থেকে আর্টিকেল লেখা শুরু
করেছিলাম। লেখালেখি করা সখ ছিলো তাই অত অ্যাডসেন্স এর ব্যাপারে
সেন্স ছিলো না।
তবে আমি প্রথমত অ্যাডসেন্স ব্যাবহার শুরু করি
ইউটিউব এর জন্য। সেই সুবাদে
অ্যাডসেন্স খুলা হয়েছে।
শুরুতে যখন আমি Blogger এ অ্যাডসেন্স একাউন্ট অ্যাড করতে গেলাম, তখনই লাগলো
ঝামেলা। অ্যাডসেন্স এ গিয়ে আমি আর site অপশন খুঁজে পাচ্ছিলাম না। কারণ আমার
তো Blogger এর site টি অ্যাড করতে হবে Adsense এ।
অনেক খুঁজলাম, আর জানেন তো
Google Search এ বহু মানুষ বহু
জায়গায় হারিয়েছে। আমিও হারিয়েছি তবে ২ দিন পর নিজেকে খুঁজে পেয়েছি।
তাই আপনারা যেনো না হারান সেই ব্যাবস্থা করতেই আজকের এই লেখনী।
স্টেপ ১: Google Search এ গিয়ে লেখবেন Google AdSense (নিচের ছবির মতো)
বাড়তি কিছুই লেখার দরকার নাই প্লিজ, শুধু উপরের লেখাটাই লেখবেন। এরপর যে
উইন্ডো টি আসবে সেখান থেকে নিচের ছবিতে দেখা প্রথম লিংকে ক্লিক করবেন।
স্টেপ ২: আপনি সফল ভাবে Adsense Website এ প্রবেশ করেছেন। এরপর Get Started/
প্রবেশ করুন এ ক্লিক করুন।
স্টেপ ৩: ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে একটি পপ আপ আসবে যেখানে
আপনার কাছে mail id চাওয়া হবে। এইখানে আপনি সেই mail id টাই দিবেন যেটা দিয়ে
আপনার ব্লগ তৈরি হয়েছে।
স্টেপ ৪: Mail সিলেক্ট করার পর আপনার সামনে একটি নতুন উইন্ডো আসবে যেখানে আপনার
Blog Site Address চাওয়া হবে এবং কিছু বাড়তি তথ্য। যেগুলো সঠিক ভাবে পূরণ করে
সবার নিচে Start using Adsense এ ক্লিক করে দিবেন।
প্লিজ Subscribe My YouTube Channel, টেকনিক্যাল ভিডিও দেখার জন্য।
Tags
Blogger
Thanks admin to share a useful article. you can read these articles....... Because we share too.
ReplyDelete1. কাশির ট্যাবলেট এর নাম
2. চিয়া সিড এর উপকারিতা ও অপকারিতা
3. আর্টস এর সাবজেক্ট কি কি
4. দাউদের সবচেয়ে ভালো মলম
5. ঘুমের ঔষধের পিক
6. পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া মোটা হওয়ার ওষুধ
7. আসল ভিটমেট চেনার উপায়
8. ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট বিষয়সমূহ
9. গ্যাস্ট্রিকের ব্যথা কোথায় কোথায় হয়
10. সর্দির ট্যাবলেট এর নাম
11. মাহিম নামের অর্থ কি
12. নুসরাত জাহান নামের অর্থ কি
13. জিহাদ নামের অর্থ কি
14. জারিফ নামের অর্থ কি
15. আসল ভিটমেট apk
Nice
ReplyDeleteYes it is!
ReplyDelete