Google AdSense Ads or Site option not Showing? Here is Solutions!

 Google AdSense not showing Ads/sites option to add my sites to show my ads

You can enjoy this Article in ENGLISH, simply Click on Translate Button on your PC/Android Browser and Select ENGLISH.

শুরুতে অনেক বেশি পরিমাণে খারাপ লাগছিলো, কারণ অনেক কষ্ট করে সেই ২০১৪ সাল থেকে আর্টিকেল লেখা শুরু করেছিলাম। লেখালেখি করা সখ ছিলো তাই অত অ্যাডসেন্স এর ব্যাপারে সেন্স ছিলো না।

তবে আমি প্রথমত অ্যাডসেন্স ব্যাবহার শুরু করি ইউটিউব এর জন্য। সেই সুবাদে অ্যাডসেন্স খুলা হয়েছে।

শুরুতে যখন আমি Blogger এ অ্যাডসেন্স একাউন্ট অ্যাড করতে গেলাম, তখনই লাগলো ঝামেলা। অ্যাডসেন্স এ গিয়ে আমি আর site অপশন খুঁজে পাচ্ছিলাম না। কারণ আমার তো Blogger এর site টি অ্যাড করতে হবে Adsense এ। 


অনেক খুঁজলাম, আর জানেন তো Google Search এ বহু মানুষ বহু জায়গায় হারিয়েছে। আমিও হারিয়েছি তবে ২ দিন পর নিজেকে খুঁজে পেয়েছি।

তাই আপনারা যেনো না হারান সেই ব্যাবস্থা করতেই আজকের এই লেখনী।

স্টেপ ১Google Search এ গিয়ে লেখবেন Google AdSense (নিচের ছবির মতো)


বাড়তি কিছুই লেখার দরকার নাই প্লিজ, শুধু উপরের লেখাটাই লেখবেন। এরপর যে উইন্ডো টি আসবে সেখান থেকে নিচের ছবিতে দেখা প্রথম লিংকে ক্লিক করবেন।

স্টেপ ২: আপনি সফল ভাবে Adsense Website এ প্রবেশ করেছেন। এরপর Get Started/ প্রবেশ করুন এ ক্লিক করুন।

স্টেপ ৩: ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে একটি পপ আপ আসবে যেখানে আপনার কাছে mail id চাওয়া হবে। এইখানে আপনি সেই mail id টাই দিবেন যেটা দিয়ে আপনার ব্লগ তৈরি হয়েছে।


স্টেপ ৪: Mail সিলেক্ট করার পর আপনার সামনে একটি নতুন উইন্ডো আসবে যেখানে আপনার Blog Site Address চাওয়া হবে এবং কিছু বাড়তি তথ্য। যেগুলো সঠিক ভাবে পূরণ করে সবার নিচে Start using Adsense এ ক্লিক করে দিবেন।


ব্যাস আপনার কাজ শেষ, এখন দেখবেন হাতের পাম পাশেই বিভিন্ন অপশন পেয়ে যাবেন Ads/Sites etc. 

আপনার YouTube এবং Blog ২ টাই কানেক্ট হয়ে গেলো ১ টা অ্যাডসেন্স অ্যাকাউন্টে।

ধন্যবাদ, যদি উপকৃত হন, তবে শেয়ার করুন এবং অন্যদেরকেও সাহায্য করুন।


প্লিজ Subscribe My YouTube Channel, টেকনিক্যাল ভিডিও দেখার জন্য। 

3 Comments

Previous Post Next Post

Contact Form