স্যামসং গালাক্সি নোট ৮ এর বাংলা রিভিও সাথে থাকছে প্রযুক্তি নিয়ে কথাবার্তা (Version 1)

চিত্রঃ Galaxy Note 8
Version 2 will coming soon........

যদি বৃহৎ কিছু চিন্তা করি তবে মাথায় হয়তো অনেক কিছুর নাম আসবে। নামের পাশাপাশি হয়তো তাদের কাজের অবস্থানো পেয়ে যাবো।

সম্প্রতি ২৩-শে আগস্ট ২০১৭ তে উন্মুক্ত হলো স্মার্টফোন জগতের রাজত্বকারি ফ্লাগশিপ গ্যালাক্সি নোট ৮। এই ডিভাইসটি দেখার পর হয়তো এমন কেউ থাকবে না যিনি একবার তা ছুয়ে দেখতে চাইবে! আসলে গ্যালাক্সি নোট ৮ এর ডিজাইন, ক্যামেরা, উন্নত এস পেন, বিক্সবি, আলট্রা ফিচার, এবং এর উন্নত প্রযুক্তি এক বিজয় টেনে দিয়েছে টেকনোলোজিতে

আজ এই ডিভাইস নিয়েই আমাদের বিস্তারিত আলোচনা। আশা করছি সাথেই থাকবেন এবং স্যামসং এর এই নতুন গ্যালাক্সি নোট ৮ এর জয়জয়কার করবেন, অবশ্য বিস্তারিত জানার পর।

ডিজাইন! বৃহৎ কিছু করার

গ্যালাক্সি এস ৮ এর মতো এতেও থাকছে "ইনফিনিটি ডিসপ্লে" যা "ব্যাজেল লেস এবং ডুয়েল এজ" সম্পন্ন। পুরো ডিভাইসটির প্রায় ৮৩% জায়গা জুরে দখল করে আছে গ্যালাক্সি নোট ৮ এর ডিসপ্লে যার এসপেক্ট রেশিও ১৮.৫:৯

বর্তমান বাজারের চাহিদা, এবং মানুষের দৈনন্দিন জীবনের কাজের তালিকার সাথে মিল রেখে স্যামসং এই প্রথম ৬.৩" ডিসপ্লের চাহিদা সম্পন্ন ডিভাইস বাজারে ছেড়েছেন। যেখানে আপনি "সুপার এমোলেড" ডিসপ্লের পাশাপাশি QHD+ রেজুল্যাশন পেয়ে যাচ্ছেন।

গ্যালাক্সি নোট ৮ এর ডিসপ্লে বড় হওয়াতে খুব সহজেই বিভিন্ন কন্টেন্ট বৃহৎ গ্যালাক্সি নোট ৮ এর পর্দায় উপভোগ করা যাবে। সাথে "এস পেন" এর মাধ্যমে "লেখা এবং আঁকার" কাজও করা যাবে অনায়াসে

এক নজরে ডিজাইনঃ
- ইনফিনিটি ডিসপ্লে যা ব্যাজেল লেস এবং ডুয়েল এজ সম্পন্ন
- ৬.৩" সুপার এমোলেড ডিসপ্লে।
- QHD+ (1440×2960) ডিসপ্লে রেজুল্যাশন।
- ডিসপ্লের এসপেক্ট রেশিও ১৮.৫:৯ যা পুরো ডিভাইসের প্রায় ৮৩%।
- কর্নিং গরিলা গ্লাস ৫।
- নোট ৫ এর তুলনায় ল্যান্ডস্কেপ মোডে ১৪% বেশি দেখার জায়গা মিলে।
- নোট ৫ এর তুলনায় পোট্রেট মোডে ১৫.৬% বেশি দেখার জায়গা মিলে।
- এক পর্দায় একি সময়ে ২টি কাজ, তার মানে এডভান্স মাল্টি-উইন্ডো থাকছে।
- এসপেক্ট রেশিও ১৮.৫:৯ থাকার ফলে যেকোনো জায়গায় খুব কম ইসক্রোলিং করতে হয়।

ডুয়েল ক্যামেরা
চিত্রঃ Galaxy Note 8 Camera
গ্যালাক্সি নোট ৮ এর মধ্যে সবচেয়ে বৃহৎ পরিবর্তন এসেছে এর পিছনের ক্যামেরাতে। যেখানে আপনি পেয়ে যাবেন ডুয়েল "১২ মেগা-পিক্সেল" ক্যামেরা। তার মধ্যে ১টি থাকবে ১২ মেগা-পিক্সেল  (এপার্চার f/1.7) "ওয়াইড এঙ্গেল লেন্স" সাথে "ডুয়েল পিক্সেল টেকনোলোজি" অপর একটি থাকবে ১২ মেগা-পিক্সেল (এপার্চার f/2.4) "টেলিফোটো লেন্স"। আর আপনাদের সুবিধার্থে বলে রাখি পিছনের উভয় ক্যামেরাতে পেয়ে যাচ্ছেন "অপটিক্যাল ইমেজ স্ট্যাবালাইজেশন"

2X অপটিক্যাল এবং 10X ডিজিটাল জুমিংয়ের ক্ষমতা সম্পন্ন গ্যালাক্সি নোট ৮ এর মাধ্যমে দূরবর্তী ছবি তুললেও ছবির কোয়ালিটিতে তেমন কোনো পার্থক্য পাওয়া যাবে না। ছবি সুন্দর এবং স্পষ্ট থাকবে।
চিত্রঃ Note 8 Optical Zoom
উপরন্তু, "ওয়াইড-এঙ্গেল লেন্সের" দ্রুত স্বয়ংক্রিয় (রেপিড অটো ফোকাস) ফোকাসের সাথে একটি "ডুয়েল পিক্সেল সেন্সর" রয়েছে, তাই আপনি চাইলে কম আলোতেও তীক্ষ্ণ এবং উজ্জ্বল শটগুলি ক্যাপচার করতে পারবেন।

গ্যালাক্সি নোট ৮ এর ক্যামেরার আরো একটি "ক্রিয়েটিভ কন্ট্রোল" যোগ হয়েছে তা হচ্ছে "লাইভ ফোকাস"। এর বৈশিষ্ট্য হচ্ছে ব্যবহারকারীকে একটি ছবি গ্রহণের আগে এবং পরে ছবির দৃশ্যের ব্লারের তীব্রতা সমন্বয় করতে দেয়া। "ডুয়াল ক্যাপচার" মোডে উভয় ক্যামেরা একযোগে দুটি আলাদা ইমেজ ক্যাপচার করে - যেখানে একটি টেলিফোটো লেন্সের মাধ্যমে ক্লোজ-আপ শট নেয়া হয় এবং অন্য একটি ওয়াইড -এঙ্গেল শট নেয়া হয় যা পুরো ব্যাকগ্রাউন্ডকে দেখায়।
চিত্রঃ Galaxy Note 8 Live Focus
তবে ফ্রন্ট ক্যামেরায় এই প্রথম নোট সিরিজে ব্যবহিত হয়েছে ৮ মেগা-পিক্সেল (এপার্চার f/1.7) অটো ফোকাস ক্যামেরা। যা উজ্জ্বল সেলফি এবং ভিডিও কলিং এর জন্য বেস্ট।

[ ওয়াইড এঙ্গেল [24-35mm] এবং টেলিফোটো [105-300mm] লেন্সের বিস্তারিত জানতে 
ফটোগ্রাফিতে ফোকাল ল্যান্থ এই আর্টিকেলটি পড়ুন। আশা করছি চমৎকার সকল আইডিয়া পাবেন।]

এক নজরে ক্যামেরাঃ
- পিছনে ডুয়েল ক্যামেরা।
- ১টি থাকবে ১২ মেগা-পিক্সেল  (এপার্চার f/1.7) "ওয়াইড এঙ্গেল লেন্স" সাথে "ডুয়েল পিক্সেল টেকনোলোজি"
-  অন্য ১টি থাকবে ১২ মেগা-পিক্সেল (এপার্চার f/2.4) টেলিফোটো লেন্স।
- ফ্রন্ট ক্যামেরা ৮ মেগা-পিক্সেল (এপার্চার f/1.7) অটো ফোকাস সমৃদ্ধ।
- উভয় ক্যামেরাতে থাকছে "অপটিক্যাল ইমেজ স্ট্যাবালাইজেশন" 
- 2X অপটিক্যাল এবং 10X ডিজিটাল জুমিংয়ের ক্ষমতা সম্পন্ন এই ডিভাইস।
- ক্রিয়েটিভ কন্ট্রোলের হিসাবে আছে নতুন লাইভ ফোকাস টেকনোলোজি।
- সাথে থাকছে ডুয়াল ক্যাপচার মোড।

এডভান্স এস পেন ( S Pen )

উন্নততর টিপ ০.৭ মি.মি.(S Pen এর মাথা) যা নোট ৫ এ ছিলো ১.৬ মি.মি., উন্নততর চাপ (৪০৯৬) সংবেদনশীলতা এবং নতুন বৈশিষ্ট্যগুলির সাথে, গ্যালাক্সি নোট ৮ এর বর্ধিত এস পেন লিখতে, আঁকতে এবং যোগাযোগ করতে এবং বন্ধুদের সাথে যোগাযোগ তৈরিতে সম্পূর্ণ নতুন উপায়গুলি উন্মুক্ত করেছে।
চিত্রঃ S Pen
গ্যালাক্সি নোট ৮ এ নতুন "লাইভ ম্যাসেজ" বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যা ব্যবহারকারী নিজেদেরকে আরও ভালভাবে প্রকাশ করার জন্য কাস্টমাইজড অ্যানিমেটেড জিআইএফ তৈরি এবং শেয়ার করতে পারে, যখন স্ক্রিন অফ থাকে তখন নোট ৮ এর মেমোটিতে 100 পৃষ্ঠার সম্পাদকীয় অনুস্মারক এবং নোটগুলি সরাসরি গ্যালাক্সি নোট ৮ এর অফ স্ক্রিনে রাখা যায়। এবং এস পেনের উন্নত ভাষা অনুবাদিত ফিচারের মাধ্যমে ব্যবহারকারী চাইলে যেকোনো স্থান থেকে এস পেনের সাহায্যে যেকোনো ভাষা অতি সাবলীল ভাবে অনুবাদ করতে পারবে।
চিত্রঃ Samsung Notes

PENUP অ্যাপ্লিকেশনটি গ্যালাক্সি নোট ৮ এ প্রিলোড করা আছে, যাতে ব্যবহারকারী "২০০ পৃষ্ঠার ডিজিটাল কালারিং বুক" পেয়ে যাবেন যার মাধ্যমে ব্যবহারকারী তার সৃজনশীলতা প্রকাশ করতে পারবেন।

এক নজরে এস পেনঃ
- পূর্বেকার নোটের তুলনায় অনেক বেশি চাপ (৪০৯৬) সংবেদনশীল।
- এডভান্স এস পেন।
- "লাইভ ম্যাসেজ" এর শিষ্ট্য লক্ষ্য করা যায়।
- অফ স্ক্রিন থাকা অবস্থান মেমোতে (Memo) ১০০ পৃষ্টার লেখা সম্পাদন করা যায়।
- যেকোনো স্থান থেকে অতি সহজেই ভাষা অনুবাদ করা যায়।
- PENUP অ্যাপ্লিকেশনটি প্রিলোডেড।
- সাথে নোট ৫ এর এস পেনের সকল কাজতো থাকছেই।
- খুশির খবর হচ্ছে এইবার "S Pen" ও থাকছে IP68 রেটিং। তার মানে আপনি চাইলে পানির মধ্যেও লেখালেখির কাজ চালিয়ে যেতে পারবেন।

~ ~ ~ এখানে আমরা NOTE 5 vs NOTE 8 vs S8+ এর মধ্যে কিছু পার্থক্য দেখবো।

সবকিছু এক জায়গায়ঃ

- ইনফিনিটি ডিসপ্লে যা ব্যাজেল লেস এবং ডুয়েল এজ সম্পন্ন
- ৬.৩" সুপার এমোলেড ডিসপ্লে।
- QHD+ ডিসপ্লে রেজুল্যাশন।
- ডিসপ্লের এসপেক্ট রেশিও ১৮.৫:৯ যা পুরো ডিভাইসের প্রায় ৮৩%।
- কর্নিং গরিলা গ্লাস ৫।
- নোট ৫ এর তুলনায় ল্যান্ডস্কেপ মোডে ১৪% বেশি দেখার জায়গা মিলে।
- এক পর্দায় একি সময়ে ২টি কাজ, তার মানে এডভান্স মাল্টি-উইন্ডো থাকছে।
- এসপেক্ট রেশিও ১৮.৫:৯ থাকার ফলে যেকোনো জায়গায় খুব কম ইসক্রোলিং করতে হয়।
- পিছনে ডুয়েল ক্যামেরা।
- ১টি থাকবে ১২ মেগা-পিক্সেল  (এপার্চার f/1.7) "ওয়াইড এঙ্গেল লেন্স" সাথে "ডুয়েল পিক্সেল টেকনোলোজি"
-  অন্য ১টি থাকবে ১২ মেগা-পিক্সেল (এপার্চার f/2.4) টেলিফোটো লেন্স।
- ফ্রন্ট ক্যামেরা ৮ মেগা-পিক্সেল (এপার্চার f/1.7) অটো ফোকাস সমৃদ্ধ।
- উভয় ক্যামেরাতে থাকছে "অপটিক্যাল ইমেজ স্ট্যাবালাইজেশন" 
- 2X অপটিক্যাল এবং 10X ডিজিটাল জুমিংয়ের ক্ষমতা সম্পন্ন এই ডিভাইস।
- ক্রিয়েটিভ কন্ট্রোলের হিসাবে আছে নতুন লাইভ ফোকাস টেকনোলোজি।
- সাথে থাকছে ডুয়াল ক্যাপচার মোড।
- পূর্বেকার নোটের তুলনায় অনেক বেশি চাপ (৪০৯৬) সংবেদনশীল।
- এডভান্স এস পেন।
- "লাইভ ম্যাসেজ" এর শিষ্ট্য লক্ষ্য করা যায়।
- অফ স্ক্রিন থাকা অবস্থান মেমোতে (Memo) ১০০ পৃষ্টার লেখা সম্পাদন করা যায়।
- যেকোনো স্থান থেকে অতি সহজেই ভাষা অনুবাদ করা যায়।
- PENUP অ্যাপ্লিকেশনটি প্রিলোডেড।
- সাথে নোট ৫ এর এস পেনের সকল কাজতো থাকছেই।
- খুশির খবর হচ্ছে এইবার "S Pen" ও থাকছে IP68 রেটিং। তার মানে আপনি চাইলে পানির মধ্যেও লেখালেখির কাজ চালিয়ে যেতে পারবেন।

আমাকে ফলো করতেঃ
1. Google Plus Link
2. Facebook Link

প্লিজ Subscribe YouTube Channel, টেকনিক্যাল ভিডিও দেখার জন্য। 

মোঃ সবুজ খান
টেক প্রিয়জন টিম


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম