Sharing Connected Wi-Fi NET Android TO Android [ Very Easy Process ]

Wi-Fi Sharing

আমার এখনো মনে আছে, একবার খুব গুরুত্বপূর্ন কাজে ইন্টারনেটের খুব প্রয়োজন ছিলো কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে সেখানে কোনো প্রকার নেটওয়ার্ক ছিলো না। কিন্তু আমার বন্ধু ওর এন্ড্রোয়েড ডিভাইসে Wi-Fi চালাচ্ছিলো। সেই মুহূর্তে আসলেই নেট এর খুব প্রয়োজনবোধ করেছিলাম। আর আমার বন্ধুও অসহায় ছিলো কারন Wi-Fi পাসওয়ার্ড ওর জানা ছিলো না।

আচ্ছা গল্পটা এখানেই শেষ করি,কারন এমন পরিস্থিতিতে হয়তো অনেকেই পরেছি এবং এর কোনো সমাধানও করতে পারিনি।

প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে মানুষের মেধারও অনেক উন্নয়ন সাধিত হয়েছে। আপনি চাইলেই এখন আপনার বন্ধুর Wi-Fi নেট আপনার এন্ড্রোয়েড এ চালাতে পারবেন। প্রসেস খুবিই সাধারন,আশা করছি আপনাদের খুব সহজেই তা বুঝাতে পারবো।

ঘটনাটি বুঝানোর সার্থে ২টি কাল্পনিকচরিত্র ব্যবহার করছি,


  • রানা - যার মোবাইল Wi-Fi কানেক্টেট
  • সবুজ - যার মোবাইলে নেট দরকার


ধাপ ১ঃ শুরুতেই ২টি (রানা এবং সবুজ) এর ডিভাইসের মধ্যে Bluetooth Pairing করে নিতে হবে। (নিচের ছবিগুলো দেখুন)
Bluetooth Pairing

Connecting BTWN 2 Device

ধাপ ২ঃ অতঃপর রানার Wi-Fi কানেক্টেট ডিভাইসটি থেকে "Mobile hotspot and tethering" এ গিয়ে "Bluetooth tethering" টি এক্টিভ করে দিতে হবে। (নিচের ছবিগুলো দেখেন)
Settings > Hotspot

Bluetooth tethering (Rana)
ধাপ ৩ঃ সবুজ এখন তার মোবাইলটি রানার সাথে পেয়ারিং করা Bluetooth এর সাথে কানেক্ট করে দিবে। (নিচের ছবিগুলো দেখেন)
Connected Rana's Wi-Fi

ব্যাস আপনি সফল হয়েছেন। এইবার আপনি রানার Wi-Fi আপনার মোবাইলে চালাতে পারবেন কোনো প্রকার পাসওয়ার্ড ছাড়াই।

আমাকে ফলো করতেঃ
1. Google Plus Link
2. Facebook Link

প্লিজ Subscribe YouTube Channel, টেকনিক্যাল ভিডিও দেখার জন্য। 

মোঃ সবুজ খান
টেক প্রিয়জন টিম

Post a Comment

Previous Post Next Post

Contact Form