How to Open a Samsung Account [Easy Process with Picture]


Samsung Account
যেকোনো একাউন্ট এর কথা শুনলেই আমরা সবাই কেমন জানি চিন্তিত হয়ে যাই। একাউন্ট করা মানে বিশাল ঝামেলার কাজ (অনেকের ক্ষেত্রেই)। দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তির সাহায্য ছাড়া যেনো কাজটা করাই মুস্কিল।

তবে জানেন কি,আপনার মতো অবস্থা আমাদের সকলের,আপনি মানেন আর নাই মানেন। শুধু পার্থক্য হলো আমরা কয়েকজন চেষ্টা এবং পদ্ধতি জেনে কাজটা খুব সহজেই সম্পন্ন করে ফেলি,যা অনেকেই ওই যে দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তি।

আজ স্যামসং একাউন্ট নিয়ে কথা বলবো,যা তৈরি করতে দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তির সাহায্য লাগবে না। আপনি নিজেই পারবেন ইনশা-আল্লাহ।

ধাপ ১ঃ শুরুতেই সেটিংস এ যাবেন,এবং সেখান থেকে স্কোল করে একটু নিচে গেলেই দেখবেন "Accounts" নামে একটি অপশন আছে; ক্লিক করুন। কি! সারিবদ্ধভাবে আপনার ফোনে করা সকল একাউন্ট দেখাচ্ছে, ওকে দেখেন নিচেই পেয়ে যাবেন "Add account" সেখানে ক্লিক করুন। (নিচের ছবিটি দেখুন)

Add Accounts
ধাপ ২ঃ "Add account" এ ক্লিক করার পর "Samsung account" এ ক্লিক করুন। দেখবেন ৩টি অপশন আছে,
১. Create with Google ID
২. Create Account
৩. Sign In

যেহেতু আপনি নতুন একাউন্ট খুলবেন তাই "Create Account" এ ক্লিক করুন। ক্লিক করার পর কিছু ইনফরমেশন চাবে তা ঠিকঠাক পূরন করতে হবে (কি ইনফরমেশন! চলেন এইটাও বলে দেয়া যাক)

Enter email ID: আপনার ই-মেইল আইডি দিবেন (অবশ্যই ই-মেইল আইডি আপনার হতে হবে,কারন ই-মেইল এর পাসওয়ার্ড জানা থাকাটা জরুরী)

Enter Password: ভাই! এইটা আপনার ই-মেইল আইডির পাসওয়ার্ড চায় নাই,তাই দয়া করে ই-মেইল এর পাসওয়ার্ড টা দিবেন না। এইখানে আপনার পছন্দনীয় স্যামসং একাউন্ট এর পাসওয়ার্ড টা দিবেন (চলুন পাসওয়ার্ড এর প্যাটার্ন দেখি)

প্যাটার্নঃ 
১। পাসওয়ার্ডটি ৮ থেকে ১৫ সংখ্যার মধ্যে থাকতে হবে (৮ সংখ্যার নিচে হওয়া যাবে না)
২। পাসওয়ার্ড এ অবশ্যই লেটার (1 Uppercase) এবং নাম্বারের সংমিশ্রণ থাকাটা বাধ্যতামূলক।
৩। একই সারিতে কোনো লেটার এবং নাম্বারের এর সংখ্যা ৩ বারের অধিক হওয়া যাবে না (aaa111 এমন)
৪। পাসওয়ার্ড আপনার ই-মেইল আইডির সাথে মিলানো যাবে না।

আপনাদের সুবিধার্তে আমি একটি পাসওয়ার্ড এর সহজ সেম্পল দিয়ে দিচ্ছি, ধরেন আপনার নাম "Priyotoma"
তাহলে পাসওয়ার্ড টা হবে *Priyotoma1# (*/# ব্যবহার করেছি পাসওয়ার্ড টি সিকিওর করার জন্য, "P" 1 Uppercase Letter ব্যবহার করেছি)

Confirm Password: উপরোক্ত দেয়া পাসওয়ার্ড টি এইখানে পুনরায় দিয়ে হবে।

Date of Birth: আপনার সঠিক জন্মতারিখ ব্যবহার করবেন,কারন যদি কখনো পাসওয়ার্ড ভুলে জান তবে এটি কাজে লাগবে।

First Name: আপনার নামের প্রথম অংশ (Priyotoma)

Last Name: আপনার নামের শেষ অংশ (Islam)

অবশেষে প্রায় কাজ শেষ,এবার "NEXT" এ ক্লিক করুন। (নিচের ছবিটি দেখুন)

Create Account
ধাপ ৩ঃ "Terms & Conditions" একটি পেইজ আসবে, আপনি শুধু "I agree to all" টিক দিয়ে "AGREE" তে ক্লিক করুন। "Signing Up" একটি পপ-আপ আসবে। কিছুক্ষন অপেক্ষা করার পর "Confirm" একটি পপ-আপ আসবে, সেটায় ক্লিক করুন। (নিচের ছবি গুলো দেখুন)

I agree to ALL
আমাকে ফলো করতেঃ
1. Google Plus Link
2. Facebook Link

প্লিজ Subscribe YouTube Channel, টেকনিক্যাল ভিডিও দেখার জন্য। 

মোঃ সবুজ খান
টেক প্রিয়জন টিম

1 Comments

Previous Post Next Post

Contact Form