এন্ড্রোয়েড দিয়ে রিমোটলি অন্য ডিভাইস কিভাবে কন্ট্রোল করবেন ? [ How to control other Device's Remotely with Your Android ]


এন্ড্রোয়েড চালায় না, এমন মানুষ বর্তমানে খুজে পাওয়া খুবিই মুসকিল। এবং এমন অনেক সমস্যাই ডিভাইসে হয়ে থাকে যা একজন সাধারন মানুষের জন্য সমাধান করা সম্ভব হয় না।

সেক্ষেত্রে যদি একজন এক্সপার্ট মানুষ এর সহায়তা পাওয়া যায় তবে হয়তো খুব সহজেই সমস্যার সমাধান করা সম্ভব। (যদি আপনি সেই মুহুর্তে সার্ভিস সেন্টারের আশেপাশে না থাকেন)

আজ আপনাদেরকে দেখাবো কি করে আপনি অতি সহজেই একটি ডিভাইস থেকে অপর একটি ডিভাইস রিমোটলি কন্ট্রোল করবেন।

তার জন্য আপনার যা যা দরকার হবে,
* একটি এন্ড্রোয়েড ডিভাইস/অথবা একটি পিসি
* উভয় ডিভাইসে ইন্টারনেট কানেকশন

ধরুন, আপনার ফোনে Developer Option টি দেখাচ্ছে না এবং আপনি জানেনও না কিভাবে Developer Option টি পাওয়া যায়। আপনি এই মুহূর্তে কোনো কেয়ার সেন্টারেও যেতে পারবেন না। সো কি করা যায় সেই চিন্তা না করে সিম্পল ফরমেট টা ফলো করুন।

১) শুরুতেই আপনার এন্ড্রোয়েড ফোনটিতে QS ~ Quick Support এ্যাপটি ডাউনলোড করে নিন এবং ডাউনলোড শেষে ইন্সটল করুন। স্যামসং এর জন্য,
*QS for Samsung ডাউনলোড এর জন্য এখানে ক্লিক করুন
*আর অন্যান্য ডিভাইসের জন্য ডাউনলোড এর জন্য এখানে ক্লিক করুন

২) ইন্সটল এর শেষে এ্যাপটি রান/চালু করুন, এবং কিছুক্ষন অপেক্ষা করুন। নিচের ছবির মতো একটি কোড দেখতে পাবেন, যা আপনার QS হিসাবে কাজ করবে।
Wait for Getting ID

QS~Quick Support for Samsung

আপাদত সমস্যাকারীর জন্য এতোটুকুই করলেই হবে।

এবার চলুন সমাধানকারীর স্টেপ গুলো দেখে নেই। যিনি সমাধান করবেন তার কাছেও একটি এ্যাপ ইন্সটল থাকতে হবে। যার ধারা সমস্যাকারীর ডিভাইসটি রিমোটলি কন্ট্রোল করতে পারবে।

১) সমাধানকারী এই এ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করুন, ডাউনলোড এর জন্য এলহানে ক্লিক করুন

২) তারপর নিচের ছবির মতো সমস্যাকারীর কাছ থেকে পাওয়া কোডটি আপনার এ্যাপ্স এর নির্দিষ্ট স্থানে (TeamViewer ID) লিখুন।

TeamViewer Solution
৩) কিবোর্ড এর "Done" অথবা "Remote Control" এ ক্লিক করুন।

আমাকে ফলো করতেঃ
1. Google Plus Link
2. Facebook Link

প্লিজ Subscribe YouTube Channel, টেকনিক্যাল ভিডিও দেখার জন্য। 

মোঃ সবুজ খান
টেক প্রিয়জন টিম

Post a Comment

Previous Post Next Post

Contact Form