জিপিইউ নিয়ে বিস্তারিত আলোচনা ( ২য় পর্ব ) / Know More About GPU ( Episode 2 )



জিপিইউ সম্পুর্ন নাম হচ্ছে Graphics Processing Unit, এই ইউনিট আপনার মোবাইলের সকল Graphics Requirements কাজ গুলো সম্পন্ন করে। আর আমি যদি কম্পিউটারের কথা বলে, সেখানে ২ প্রকার জিপিইউ থাকে,
১) ইনবিল্ট
২) ডেডিকেটেড
এবং আপনি খেয়াল করলেই দেখবেন যে আপনার কম্পিউটারের ঠিক সিপিইউ ইউনিটের ভিতরেই জিপিইউ একটি ইউনিট লাগানো আছে,যাতে সে Graphics কাজগুলো করতে পারে।

কিন্তু দেখার বিষয় হচ্ছে, যদি আপনার System Requirements অনেক বেশি তবে ওই জিপিইউ ইউনিট দিয়ে হবে না,সেক্ষেত্রে আপনার আলাদা করে বড় ডেডিকেটেড একটি জিপিইউ কার্ড লাগবে, যেমন আমারা বলে থাকি, 1GB DDR2 Graphics Card, 2GB DDR5 Graphics Card, ইত্যাদি।

এখন আমি যদি মোবাইলের কথা বলি, দেখেন মোবাইলে SoC থাকে,মানে সিস্টেম অন চিপ (Syatem On Chip) যেখানে আপনার স্মার্ট ফোনের CPU, GPU, Camera, Bluetooth, Wi-Fi, Touch Screen with CPU/Flash storage/Ram ইত্যাদি থাকে। আর এই সকল কম্পোনেন্ট মিলে যে চিপসেট তৈরি হয় তাকে SoC বলে।

জিপিইউ কিভাবে কাজ করেঃ
দেখেন আপনার ফোনে যে প্রসেসিং কাজ গুলো হচ্ছে আপাতত দৃষ্টিতে তা সিপিইউ করছে কিন্তু আপনি,

১) স্ক্রিনে যা দেখছে
২) যে যে এনিমেশনস দেখছেন
৩) যখন নোটিফিকেশন প্যানেল সুয়াইপ করেন, তখন তা স্লো মোশন এ নিচে আসা
৪) যখন কোনো এ্যাপ্স রান করেন তা পপ-আপ হয়ে চালু হওয়া, এই সকল এনিমেশনগুলো সব জিপিইউ ম্যানেজ করে
আর এ ক্ষেত্রে আপনার জিপিইউ যতো বেশি ভালো এবং পাওয়ারফুল হবে ফোনের এনিমেশন এবং কাজ ততো ভালো হবে।

এনিমেশন ছারাও যদি আমরা কথা বলি HD Video, HD Games এর কথা, সেখানে আপনার সিপিইউ খুব কম কাজে আসে আর সবচেয়ে বেশি কাজ করে আপনার ফোনে থাকা জিপিইউটি। কম্পিউটারেও আপনি একি জিনিস লক্ষ্য করবেন।

মোবাইল ইন্ডাস্ট্রিতে জিপিইউ জন্য ৩টি নাম হচ্ছে,
১) PowerVR
2) Adreno
3) Mali

একটা কথা বলে রাখি আপনি সিপিইউ মতো জিপিইউ তেও কোর পাবেন,এবং এতেও ফ্রিকোয়েন্সি আছে।

আমরা মোবাইলে ব্যবহিত এই ৩টি কোম্পানির বিভিন্ন জিপিইউ গুলো দেখবো এবং তাদের সম্পর্কে জানার চেষ্টা করবো।


Mali-T400 MP4
আমাদের দেশে বেশির ভাগ ক্ষেত্রের স্মার্টফোন গুলোতে এই জিপিইউটি ব্যবহার করা হয় কেননা জিপিইউটি তৈরিই করা হয়েছিল বাজেট স্মার্টফোন এবং ট্যাবের ক্ষেত্রে। এই জিপিইউ তে কোর সংখ্যা ১~৪, সর্বোচ্চ ৪টি কোর থাকে। সত্য বলতে কিছু ক্যাসুয়াল গেম রান করতে এই গ্রাফিক্স প্রসেসরটির জুড়ি নেই। সিম্ফোনি এবং ওয়ালটন সহ বেশ কিছু ব্র্যান্ডেড স্মার্টফোনেও এই জিপিইউটি ব্যবহার করা হয়ে থাকে।

Quick specification
Next Gen/2nd Gen
4 Cores
Clock speed of 416 MHz (4 Core)
28 nm Technology
Supports DirectX - NO
Supports OpenGL ES 2.0, OpenCL - NO
Used in Low ended Devices & Tablets


Mali-T604 MP4
সর্বপ্রথম এই জিপিইউটি ব্যবহারিত হয়েছিল Exynos 5250-এ এবং এটিই arm এর জন্য ব্যবহারিত সর্বপ্রথম মিডগার্ড আর্কিটেকচারের জিপিইউ। পূর্বের অন্যান্য যেকোন মালি’র গ্রাফিক্স প্রসেসর গুলোর তুলনায় এটি বেশ শক্তিশালী এবং কিছু কিছু সাইটে একে পূর্বের তুলনায় ৫ গুণ বেশি শক্তিশালী বলা হয়েছে। এটি গুগলের জনপ্রিয় সিরিজ ‘গুগল ট্যাবলেট নেক্সাস ১০’ ডিভাইসে ব্যবহার করা হয়েছে।

Quick specification
Midgard 3rd Gen
4 Cores
Clock speed of 533 MHz
28/32 nm Technology
Supports DirectX 11
Supports OpenGL ES 3.0, OpenCL 1.1
Used in Samsung Exynos 5250 Octa


Mali-T880 MP12
Mali-T880 MP12 জিপিইউটি ৪র্থ প্রজন্মের জিপিইউ যা স্যামসং Exynos 8890 চিপসেট এ ব্যবহিত হয়েছে। এবং এই চিপসেটটি সর্বপ্রথম Galaxy S7 হ্যান্ডসেট এ ব্যবহার করা হয়।
Mali T8xx সিরিজগুলো ৩ প্রকারের হয়,
১) MP2
২) MP4
৩) MP12, যেখানে MP12 ১২ কোর বিশিষ্ট এর ক্লক স্পিড (Clock Speed) সর্বোচ্চ 650 MHz, কিন্তু MP12 কে কার্যক্ষমতার কোনো প্রকার পরিবর্তন ছাড়াই ১৬ কোরে বর্ধিত করা যাবে।

Quick specification
Midgard 4th Gen
12 Cores
Clock speed of 650 MHz
14 nm Technology
Supports DirectX 11.2
Supports OpenGL ES 3.1, OpenCL 1.2
Used in Samsung Exynos 8890 Octa

Mali-T760 MP8
Mali-T760 MP4 জিপিইউটি স্যামসং এর Exynos 7420 চিপসেট এ ব্যবহার করা হয়েছে। এই জিপিইউটি প্রথম স্যামসং S6 এ দেখতে পাওয়া যায়। এই জিপিইউতেও Mali-T880 MP12 এর মতো ১৬ কোরে বর্ধিত করা যাবে কোনো প্রকার কার্যক্ষমতার পরিবর্তন ছাড়াই। কিন্তু এতে ৮টি কোর ব্যবহার করার ফলে এর কোর স্পিড বেড়েছে 772 MHz।
Mali T7xx সিরিজগুলো ৬ প্রকারের হয় তার মধ্যে থেকে Mali-T760 MP4 সবচেয়ে দ্রুততম।

Quick specification
Midgard 3rd Gen
8 Cores
Clock speed of 770-772 MHz
14 nm Technology
Supports DirectX 11
Supports OpenGL ES 3.1, OpenCL 1.1, Renderscript, FSAA/MSAA
Used in Samsung Exynos 7420 Octa


ARM Mali-T880 MP4
Mali-T880 MP4 এর কথাও বলতে হয়,যা মূলত Huawei/HiSilicon Kirin 950 চিপসেটিতে ব্যবহার করা হয়েছে। এতে ৪টি কোর রয়েছে,যাতে স্পিড পাবেন 900 MHz। এই জিপিইউটি ৪র্থ প্রজন্মের হওয়াতে অন্যান্য ৮ কোর বিশিষ্ট জিপিইউ থেকেও ভালো পারফর্মেন্স করবে। এবং এতে 16nm এর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই জিপিইউটি Huawei Mate 8 এ প্রথম দেখতে পাওয়া যায়।

Quick specification
Midgard 4th gen Architecture
4 cores at the speed of 600 MHz
16 nm Technology
Supports DirectX 11.2
Supports OpenGL ES 3.1, OpenCL 1.2
Used in HiSilicon Kirin 955 and HiSilicon Kirin 950

ARM Mali-T830 MP2
Mali-T830 MP2 মূলত মিড রেঞ্জের ফোনগুলোতে ব্যবহার করা হয়। এই জিপিইউটি Huawei/HiSilicon Kirin 650/655 চিপসেটিতে ব্যবহার করা হয়েছে। এই জিপিইউটি Huawei P9 Lite/Huawei GR5 2017/Samsung J7'16/Samsung J7 Prime। জিপিইউটি ২টি কোর দ্বারা গঠিত যার স্পিড সর্বোচ্চ 600 (Boost) MHz। এই জিপিইউ পারফর্মেন্স অনেকটাই ARM Mali-450 MP4 এর মতোই। এছাড়াও এই জিপিইউটি Samsung Exynos 7870 Octa তে দেখতে পাওয়া যায়।


Quick specification
Midgard 3rd gen Architecture
2 cores at the speed of 600 (Boost) MHz
16 nm Technology
Supports DirectX 11 (FL 9_3)
Supports OpenGL ES 3.2, OpenCL 1.2
Used in HiSilicon Kirin 950/655 Octa / Samsung Exynos 7870 Octa



ডিরেক্ট এক্স সাপোর্ট:
ডিরেক্ট এক্স হল মাইক্রোসফট এর অনন্য সংযোজন। নতুন নতুন হার্ডওয়্যার, ভিডিও এক্সিলারেশানের জন্য এটি অপরিহার্য। এর নতুন ভার্সন ১১। তাই গ্রাফিক্স কার্ড নতুন ভার্সন এর ডিরেক্ট এক্স সাপোর্ট করে কিনা দেখে নিন।

ওপেন জি-এল:
এটি হল ভিডিও প্রসেসিং-র জন্য অসংখ্য লাইব্রেরি ফাংশনের সমাহার, যেটা আউটপুটকে আরো দ্রুততর করে। কেনার সময় এটা সাপোর্ট করে কিনা এবং কত ভার্সন তা দেখে নিবেন।


আমাকে ফলো করতেঃ
1. Google Plus Link
2. Facebook Link

প্লিজ Subscribe YouTube Channel, টেকনিক্যাল ভিডিও দেখার জন্য। 

মোঃ সবুজ খান
টেক প্রিয়জন টিম

Post a Comment

Previous Post Next Post

Contact Form