DBBL TO DBBL FUND TRANSFER |
ডাচ্-বাংলা ব্যাংক একাউন্ট হোল্ডারকারী খুব সহজেই DBBL এর এক একাউন্ট থেকে অন্য একাউন্টে Fund Transfer/টাকা লেনদেন করতে পারবেন সেকেন্টের মধ্যেই।
অনেকেই আছেন যারা জানেন না কিভাবে Fund Transfer করতে হয়, তাদের জন্য আমি স্টেপ বাই স্টেপ এখানে বলে দিচ্ছি।
১) প্রথমেই আপনার Debit Card/ডেবিট কার্ড টি প্রবেশ করিয়ে Pin/পিন নাম্বার দিন।
২) তারপর Fund Transfer অপশনটি বাছাই করুন এবং Third Party নির্বাচন করুন।
৩) তারপর আপনি যে একাউন্টে Fund Transfer করবেন সেই একাউন্ট নাম্বারটি দেন।
বিঃদ্রঃ একাউন্ট নাম্বার অবশ্যই 13 Digits/ ১৩ নাম্বারের হতে হবে।
উদাহরণ ১ঃ Account no 123.101.2345; আপনি দিবেন 1231010002345
উদাহরণ ২ঃ Account no 123.101.12345; আপনি দিবেন 1231010012345
উদাহরণ ৩ঃ Account no 123.101.123456; আপনি দিবেন 1231010123456
(আপনার একাউন্ট নাম্বারের প্রথম 6 digit দিতে হবে তারপর "0" এর মাধ্যমে 13 Digit পূরন করতে হবে।)
৪) আপনার নির্দিষ্ট ১৩ ডিজিট এর নাম্বার দেয়ার পর "Correct" বাটন এ চাপুন।
৫) আপনি কত টাকা অন্য একাউন্টে পাঠাবেন তার পরিমান লিখে "Correct" বাটন এ চাপুন।
ব্যাস আপনার টাকা ওই নির্দিষ্ট ১৩ ডিজিটের একাউন্ট নাম্বারে চলে গেছে।
জেনে রাখা ভালোঃ
আপনি দৈনিক ৫ বার Fund Transfer করতে পারবেন ১০ টাকা থেকে শুরু করে ৫০,০০০ হাজার টাকা পর্যন্ত।
Shortcut: Fund Transfer > Third party > Acoount No > Amount
After successful transfer You will get a Acknowledgement slip and keep it for future Reference.
আমাকে ফলো করতেঃ
1. Google Plus Link
2. Facebook Link
প্লিজ Subscribe YouTube Channel, টেকনিক্যাল ভিডিও দেখার জন্য।
মোঃ সবুজ খান
টেক প্রিয়জন টিম
Tags
Tips and Tricks
Per tarnfer koto taka kete nibe?
ReplyDeleteTransfer money is totally FREE
ReplyDelete