এন্ড্রোয়েড দিয়ে কিভাবে Projector এ কানেক্ট করবেন। [ How to connect your Android with a Projector ]



বর্তমান সময়ে আমরা সবাই চাই বড় পর্দায় সকল ডকুমেন্টারি উপভোগ করতে। এবং যদি সম্ভব হয় তাহলে
আমরা আমাদের এন্ড্রোয়েডকেই এক একটা প্রোজেক্টর বানিয়ে ফেলতাম,যেটা আমরা Samsung Beam এ দেখিছিলাম।

কিন্তু সব ডিভাইসে তো আর এইটা সম্ভব না,তবে আপনি চাইলে আপনার এন্ড্রোয়েড এর ফাইল এবং ডকুমেন্ট অথবা ছবি/মুভি বড় পর্দায় প্রোজেক্টর এর মাধ্যমে খুব সহজেই দেখতে পারবেন।

এটা খুবি সাধারন যে আপনি আপনার এন্ড্রোয়েডটি প্রোজেক্টরের সাথে কানেক্ট করবেন কিন্তু তার আগে কিছু জিনিস জেনে রাখা ভালো।
@ আপনার প্রোজেক্টরটি উন্নত প্রযুক্তির কিনা?
@ প্রতিটি প্রোজেক্টর এর ভিন্ন ভিন্ন পোর্ট এবং ফিচার থাকে,একটি অন্যটি থেকে আলাদা।
@ প্রোজেক্টরটি ওয়ারলেস ভাবে চলার ক্ষমতা রাখে কিনা?

ওয়ারলেস এ্যাপ

সর্বপ্রথম আপনি দেখেন যে আপনার প্রোজেক্টরটির জন্য আলাদা কোনো এন্ড্রোয়েড এপ্লিকেশন আছে কিনা,যা দিয়ে আপনার প্রোজেক্টরটি অপারেট করা যাবে। আর অনেক ক্ষেত্রেই সবচেয়ে ঝামেলামূক্ত সমাধান হলো এটি।
কিছু কিছু ব্রান্ডের প্রোজেক্টর আছে যেমন Panasonic যেগুলো Wi-Fi অথবা Bluetooth এর মাধ্যমে আপনার এন্ড্রোয়েড এ থাকা ফাইল অথবা ডকুমেন্ট ব্রাউজ করতে পারবেন। যদি আপনি প্রোজেক্টর এর জন্য এ্যাপ Playstore এ খুজে না পান তবে ওই প্রোজেক্টরের Official Website এ গিয়ে দেখেন পেয়ে যাবেন আশা করি।





ক্রোমকাস্ট (Chromecast)

এই অপশনটি প্রায় সকল এন্ড্রোয়েড ডিভাইসেই কাজ করবে। যদি আপনি ছবি দেখতে অথবা আপনার এন্ড্রোয়েড স্ক্রিনটি প্রোজেক্টরের সাথে যুক্ত করতে চান তবে Chromecast টি একবার হলেও দেখা উচিৎ। এই ক্রোমকাস্ট ডিভাইসটি আপনার প্রোজেক্টরের HDMI Port এর সাথে সরাসরি লাগানো থাকবে যেখানে আপনি আপনার এন্ড্রোয়েড থেকে ভিডিও অথবা ডকুমেন্ট Wi-Fi এর মাধ্যমে প্রেরণ করবেন। (Wi-Fi আবশ্যক)


মিরাকাস্ট (Miracast)
Miracast Device

বর্তমানে অনেক এন্ড্রোয়েড ডিভাইস এবং প্রোজেক্টর সমূহ মিরাকাস্ট (Miracast) সাপোর্ট করে। যদি আপনার এন্ড্রোয়েড মিরাকাস্ট সাপোর্ট করে কিন্তু আপনার প্রোজেক্টর করে না তাহলে Miracast Video Adapter ক্রয় করে নিতে পারেন যা প্রোজেক্টরের HDMI Port এর সাথে সংযুক্ত থাকবে। মিরাকাস্ট আপনার এন্ড্রোয়েড ডিভাইসের সবকিছুই প্রোজেক্টরের মাধ্যমে দেখাতে সক্ষম। আর এর জন্য কোনো Wi-Fi Network এর প্রয়োজন হয় না।




Hard-wired Connection
Hard-wired Connection

যদি ওয়ারলেস এর মাধ্যমে করা সমাধানগুলোর কোনোটিই আপনার কাজে না আসে তাহলে আপনার জন্য Hard-wired Connection ই উত্তম হবে। এতে করে আপনার ডিভাইসটি অবশ্যই Hard-wired Connection সাপোর্টেট হতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই সাপোর্টেট থাকে না। সাধারনত আমরা ২ প্রকারের Hard-wired Connection দেখতে পাই,
১) MHL
2) HDMI

MHL
যদি আপনার এন্ড্রোয়েড MHL সাপোর্টেট হয় তাহলে আপনি "MHL to HDMI adapter" এর মাধ্যমে প্রোজেক্টরের HDMI Port এর সাথে সংযুক্ত করতে পারবেন।
Note: Make sure if you buy an adapter, it supports to exact version (2.0, 3.0, etc.) of MHL required for your device.

HDMI
Mini-HDMI কেবলের মাধ্যমে আপনি সরাসরি আপনার এন্ড্রোয়েডটি প্রোজেক্টরের HDMI Port এর সাথে সংযুক্ত করতে পারবেন।

আমাকে ফলো করতেঃ
1. Google Plus Link
2. Facebook Link

প্লিজ Subscribe YouTube Channel, টেকনিক্যাল ভিডিও দেখার জন্য। 

মোঃ সবুজ খান
টেক প্রিয়জন টিম

1 Comments

  1. ভাইয়া মোবাইল দিয়ে কি প্রজেক্টের চালানো যাবে?

    ReplyDelete
Previous Post Next Post

Contact Form