Google এ কিভাবে Contacts এর Backup নিবেন ?


আশা করি সবাই ভালো আছেন

আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা এখনো GoogleContact Backup নিতে পারি না।
অনেক সময় মোবাইল Reset/Flash ও মারতে চাই না Contacts হারানোর ভয়ে, অথবা SIM,Mobile ২টাই নষ্ট হয়ে যেতে পারে।

আর কোনো কিছু না জানাটা খারাপ কিছু না কিন্তু জানতে না চাওয়া টাই খারাপ।

》 তাহলে প্রসেসটা দেখে নেই,

● প্রথমেই Contacts এ গিয়ে হাতের ডানে More একটা Option পাবেন সেখানে Click করবেন।


● তারপর Settings এ Click করতে হবে।

● Settings থেকে Import/Export Contacts এ Click করতে হবে।

● Import/Export Contacts এ যাওয়ার পর ২টা  Option পাবেন Import উপরে আর Export নিচে।

● Google এ Contacts Backup দেয়ার জন্য আপনি Import এ Click করবেন।


● Import এ Click করার পর Import Contacts from একটা Popup আসবে, সেখান থেকে বাছাই করবেন আপনি কোথায় থেকে Contacts Backup নিতে চান ( Device, SIM 1, SIM 2 )।
ধরে নিলাম Device থেকে Backup নিবেন, তাই Device এ Click করার পর আরো একটি Popup আসবে Save Contact to এখানে বাছাই করবেন আপনি কোন Email এ Contacts গুলো Backup রাখবেন।

● So  Simple হয়ে গেলো আপনার মূল্যবান Contacts Backup।

■ Process in Short ::
Application => Contacts => More => Settings =>Import/Export Contacts => Import => Import Contacts from => Save Contacts to => Done

N.B : আর মনে রাখার ব্যাপার হচ্ছে Sync Always On রাখতে হবে, তা না হলে আপনার Contacts গুলো Sync হবে না।

আমাকে ফলো করতেঃ
1. Google Plus Link
2. Facebook Link

প্লিজ Subscribe YouTube Channel, টেকনিক্যাল ভিডিও দেখার জন্য। 

মোঃ সবুজ খান
টেক প্রিয়জন টিম

Post a Comment

Previous Post Next Post

Contact Form