Android ফোনের জন্য ডিলেট করা ফাইল ফিরিয়ে নিয়ে আসার Dumpster এর Premium ভার্সন ( বিনামূল্যে)





আমরা জানি দূর্ঘটনাক্রমে প্রয়োজনীয় একটি ফাইল মুছে ফেললে তা ডাম্পস্টার এ জমা হয় এবং সেখানে থেকে ফিরিয়ে নিয়ে আসা যায়।

আবার অনেক সময় আমরা অনেক ফাইল ডিলেট করে পরে ভাবি ডিলেট করা ভুল হয়ে গেছে,
তখন হায় হায় না করে ডাম্পস্টার ইনিস্টল করা থাকলে অতি সহজেই,
সেই ফাইল ফেরত নিতে পারি আমরা।

এটা শুধু আপনার ডেস্কটপ কম্পিউটারে রিসাইকেল বিন মত কাজ করে।
এটা চালানোর জন্য আপনার ডিভাইস রুট করার কোন প্রয়োজন নেই এবং
এমনকি ইন্টারনেট সংযোগ একেবারে প্রয়োজন হয় না।

খুবই প্রয়োজনীয় একটি এপ্লিকেশন যা সবার কাছেই থাকা দরকার।

Click Here for Download

এর প্রধান কিছু ফিচারসমুহঃ

*প্রায় সকল প্রকারের ডিলিট করা ফাইল পুনরায় ফিরে পাওয়া যায় যেমনঃ
  (pdf, mp3, doc, avi, mp4, jpg, png, txt and many more)

*কোনো প্রকার রুট করার প্রয়োজন নেই,তবে রুট থাকলে অতিরিক্ত কিছু সুবিধা পাওয়া যাবে।

*এক চাপেই Dumpster backup files ফিরে পাওয়া যায়।

*File Recovering এর পুর্বেই এর Preview দেখা যাবে।

*আপনি Dumpster ব্যবহার করে সেকোনো ফাইল "Send/Share"করতে পারবেন।

*আপনি auto-clean of old deleted items এর Schedule নিজেই সেট করতে পারবেন।

*ফোনের Security Special Lockscreen and Access restriction মাধ্যমে আরও মজবুত থাকবে।

*কোনো প্রকার ইন্টারনেট এর প্রয়োজন নেই।

*Undelete SMS text messages (coming soon).

*Restore contact deletes (coming soon).

*Recover uninstalled apps (coming R-E-A-L soon).

ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।

আমাকে ফলো করতেঃ
1. Google Plus Link
2. Facebook Link

প্লিজ Subscribe YouTube Channel, টেকনিক্যাল ভিডিও দেখার জন্য। 

মোঃ সবুজ খান
টেক প্রিয়জন টিম

Post a Comment

Previous Post Next Post

Contact Form