How to easily create a Gmail Account on your Android ( আপনার এন্ড্রোয়েড এ কিভাবে খুব সহজেই জি-মেইল একাউন্ট খুলবেন? )



আমরা অনেকেই Gmail Account খুলতে গিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে পরে যাই।
এন্ড্রোয়েড তো সবাই চালাই কিন্তু খুব কম মানুষ আছি যারা Gmail Account খুলতে পারি।

এর জন্য আমরা বিভিন্ন বন্ধুদের সাহায্য নিয়ে থাকি। কিন্তু একটু চেষ্টা করলেই আমরা নিজেরাই Gmail Account খুলে নিতে পারি।

আজ আপনাদের Gmail Account করার সবচেয়ে সহজ উপায় বলবো এবং দেখিয়েও দিবো।

প্রথমেই Play Store এ গিয়ে New এ Click করবো,নিচের মতো


তারপর First and Last Name এর বক্সগুলো পূরন করবো,নিচের মতো

এরপর Email এর বক্স এ এমন একটি Email Address লেখবো যা অন্য কারো Email এর সাথে মিল খাবে না,নিচের মতো

অত:পর Password এর বক্স এ সর্বনিম্ন ৮ সংখ্যা+নাম্বারের (Ex: Sabuz456) Password লেখতে হবে দেখবেন সবুজ হয়ে Strong লেখা আসবে,নিচের মতো

তারপর Google Password Recovery একটা পেইজ আসবে,নিচের মতো। আপনি যদি আপনার Gmail Account Secure রাখতে চান তবে  Setup Recovery Option টা সিলেক্ট করতে পারেন।
এতে করে Gmail Account খুলতে সময়টা বেশি লাগবে। আর যদি ঝামেলায় না যেতে চান তবে Not Now সিলেক্ট করুন।

এরপর Google Services পেইজ তা আসবে,আপনি শুধু Next এ দিয়ে দিবেন,নিচের মতো

অবশেষে Finish Account পেইজটা আসলে I Accept এ ক্লিক করবেন,নিচের মতো

Saving Account Successfully 


 ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।

আমাকে ফলো করতেঃ
1. Google Plus Link
2. Facebook Link

প্লিজ Subscribe YouTube Channel, টেকনিক্যাল ভিডিও দেখার জন্য। 

মোঃ সবুজ খান
টেক প্রিয়জন টিম

Post a Comment

Previous Post Next Post

Contact Form