How to Reset your forget Pattern Or Password with Three Simple Steps



প্যটার্ন লক ভূলে যাওয়ার কারণে  ডিভাইসে এক্সেস করতে সমস্যা হচ্ছে?

আপনার জন্যে ৩টি সমাধান থাকছে,দেখুন কোনটি আপনার জন্য।


♪সমাধান-১ :

এ কাজের জন্যে অবশ্যই সেটের ইন্টারনেট কানেকশন এক্টিভেটেড থাকতে হবে।

*প্যটার্ণটি অনুমাণ করে অন্তত: ৫বার ইনপুট করুণ।
এরপর একটি অপশন আসবে, "Forgot Pattern"? এটাতে ট্যাপ করুণ।

*ট্যাপ করার পর আপনার গুগল একাউন্ট অর্থাৎ জি-মেইল (Gmail ID) আই.ডি এবং পাসওয়ার্ড চাইবে যা আপনি আপনার ডিভাইসে লগ-ইন করে রেখেছিলেন।

*সফলভাবে জি-মেইল আই.ডিতে লগইন করাশেষে আপনাকে নতুন প্যটার্ণ লক দিতে বলা হবে।
নতুন প্যটার্ণ একটিভ করুণ এবং এবারে অবশ্যই সহজে মনে থাকে এমন কোন প্যাটার্ণ ড্র করুণ।


♪সমাধান-২:

ইন্টারনেট কাণেকশন প্রয়োজন নেই বার বার ভুল প্যাটার্ণ ড্র করার ফলে
অনেক সময় ছোট বাচ্চা অথবা বন্ধুদের  কারণেও ডিভাইস লকড হয়ে যেতে পারে।
এ সময়ে ডিভাসে ফ্যাক্টরী রিষ্টোর করা ছাড়া গত্যন্তর থাকে না।

এসময় হাতে ফ্যক্টরী রিষ্টোর করতে হয়।

জেনে নিন কিভাবে সিষ্টেম হার্ড রিসেট করবেন......?

*প্রথমে নিশ্চিত হয়ে নিন যে আপনার ডিভাইসে পর্যাপ্ত চার্জ মজুত আছে,
যাতে প্রসেসটি চলাকালীন সেট বন্ধ হয়ে না যায়।

*ডিভাইস বন্ধ করুণ এবং চালু করার সময় Volume up button+Power button+Home button একসাথে প্রেস করে সেট অন করুণ (For Samsung Device).
এটা আপনাকে রিকোভারী মুডে নিয়ে যাবে।

রিকোভারী মুডে যাওয়ার জন্যে এটা ছাড়াও বিভিন্ন কোম্পানীর (China Brand)
সেটে আরো কিছু কম্বিনেশন কাজ করতে পারে সেগুলো হলো:

*Volume Down +Volume Up +Power button.
*Volume Down +Power button.
*Volume Up +Power button.
*Volume Up +Home +Power button.
*Volume Up +Camera button.
*Home +Camera button.
*Home +Power button.

আমি নিশ্চিত উপরের ৭টির যেকোন একটি কম্বিনেশন কাজ করবেই
কম্বিনেশন দিয়ে ডিভাইস অন করার পর রিকোভারী মুড এ যাবেন,

* "Wipe Data / Factory Reset" সিলেক্ট করুণ, এক্ষেত্রে ভলিউম আপ
ডাউন কি দিয়ে সিলেকশনের কাজ করতে হবে।


*এর পর নো এবং ‘ইয়েস’ এর মধ্য থেকে ‘ইয়েস’ সিলেক্ট করুণ।
সিলেক্ট করার জন্যে ব্র্যান্ডভেদে পাওয়ার বাটন/হোম বাটন কাজ করতে পারে।

*সবশেষে সেট রিবুট করুণ, এবং কিছুক্ষন অপেক্ষা করুণ।

♪সমাধান-৩:

সমাধান ২ যদি প্রয়োগ করি তাহলে প্রয়োজনীয় অনেক তথ্যই মোবাইল থেকে মুছে যাবে এবং
আগের ইন্সটল করা এপ আনইন্সটল হয়ে যায়। Message, Contact, Call log মুছে যায়।
কিন্ত এগুলা না হারিয়েই যদি সেট অপেন করা যায় সেটা কেমন হবে ????
এখন সেটাই বলব।

আগেই বলে রাখি এজন্য আপনার সেটে কাস্টম রিকভারি ইন্সটল দেওয়া থাকতে হবে।
এখন নিচের লিংক থেকে আমার বানানো জিপ ফাইল টা অন্য কারো সেট দিয়ে ডাউনলোড দিয়ে sd card এ রাখুন।

Click Here for Download All Passoword Reset

তার পর এই মেমরি টা আপনার সেটে ঢুকান। এখন সেটের রিকভারি মোডে যান।

রিকভারি মোডে যাওয়ার জন্য সমাধান ২ দেখুন।

রিকভারি মোডে গেলে Install zip from sd card এ যান।
তার পর Chose zip from sd card এবং এই ফাইল টা দেখিয়ে দিয়ে ok দিন।
ইন্সটল হলে সেট রিবুট দিন। এবার দেখুন যাদু!! কোনো লক ই নাই।


[বিঃদ্রঃ এটা দিয়া পিন এবং প্যাটার্ন দুই লক ই আনলক করা যাবে।]


মোবাইল Device নিয়ে গুতাগুতি করাটাই আমার কাজ বা বলতে পারেন যে আমি পছন্দ করি।


ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।

Post a Comment

Previous Post Next Post

Contact Form