Galaxy C9 Pro Features and Details


Galaxy C9 Pro

প্রযুক্তির সাথে সাথে দিন দিন মানুষ এর রুচি এবং চাহিদারও পরিবর্তন হচ্ছে। তাই আজকাল ল্যাপটপ এবং ডেস্কটপ এর উপর নির্ভরতা কমিয়ে মানুষ স্মার্ট ফোনের উপর নির্ভর হচ্ছে। একটা সময় আমরা মজা করে ফোনের স্পেক বানাতাম,মনে আছে আপনাদের !

। বৃহৎ ডিসপ্লে ৫-৬"
। ৫-৬ জিবি র‍্যাম থাকবে
। ১৬-১৬ ক্যামেরা থাকবে
। দানব ব্যাটারি পাওয়ার
। দারুণ ডিজাইন থাকবে
। দেখতে স্লিম হতে হবে
। তুফান গতির ইন্টারনেট স্পিড সাপোর্টেট
। বহুতলা বিশিষ্ট স্টোরেজ :D

সত্যি বলতে কি, উপরের লেখা একসময়ের মজা আজ বাস্তবে রূপান্তরিত হয়েছে। আশা করছি আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চাচ্ছি!

জি জনাব ঠিক ধরতে পেরেছেন, স্যামসং এর নতুন রিলিজ করা পন্য C9 Pro এর কথাই বলছি।

আচ্ছা তাহলে বেশ ভালো,তবে চলুন গল্পের জগৎ থেকে বেড় হয়ে বাস্তবতায় আসা যাক। তাহলে দেখে নেয়া যাক কি কি প্রযুক্তি থাকছে এই বিশেষ স্মার্ট ফোনটিতে।

- আপনাকে দ্রুততর, বাধামুক্ত কর্মক্ষমতা ফিল দেয়া
- অডিও ভিজুয়াল স্বচ্ছতা হোম থিয়েটার এর মতো বিনোদন দিবে আপনাকে
- সামনে এবং পিছন ক্যামেরা মাধ্যমে 360 ডিগ্রী ভিউ

দ্রুততর, বাধামুক্ত কর্মক্ষমতাঃ

এই প্রথম স্যামসং গ্যালাক্সি C9 Pro এর মাধ্যমে ৬ জিবি যার্ম এর স্মার্ট ফোন রিলিজ করেছে। যেখানে Snapdragon 653 চিপসেট ব্যবহার করা হয়েছে সাথে 1.95GHz  Octa-Core Processors যার ফলে পাবেন দ্রুততর, বাধামুক্ত কর্মক্ষমতা এবং অন্যদের তুলনায় আরো শক্তিশালী। এই ডিভাইসটি আপনার নখদর্পণে মাল্টিটাস্কিং করার এক বিশেষ সুবিধা দিয়ে থাকবে।

- ৬ জিবি র‍্যাম/যার্ম
- Snapdragon 653 চিপসেট

■ Snapdragon 653 Specifications:
》Four Cortex-A72 cores and four Cortex-A53 cores for a total of eight.
》1.95 GHz clock rate processor speed
》Adreno 510 GPU which is more than 10% Powerful from Snapdragon 652.
》New features include support for up to 8 GB RAM, display resolutions of up to 2560 x 1600 pixels, dual cameras of up to 21 MP, and EVS (Enhanced Voice Services) for VoLTE calls.
》The SoC will continue to use the 28 nm fabrication process and will unfortunately not carry the faster Cortex-A73 core.

- 1.95GHz 64-bit Octa-Core Processors
- 5.1 (eMMC) Technology

অডিও ভিজুয়াল স্বচ্ছতাঃ

এই প্রথম স্যামসং গ্যালাক্সি C9 Pro এর মাধ্যমে বিশ্ব পাচ্ছে ৬" ফুল এইচডি বড় পর্দার সুপার এমোলেড স্মার্ট ফোন। যেখানে কিনা আপনি চাইলেই অনলাইন গেম খেলে বা সিনেমা দেখে বিশেষ মুহূর্তগুলোকে সাজিয়ে তুলতে পারবেন, এবং অডিও ভিজুয়াল স্বচ্ছতা দিবে আপনাকে হোম থিয়েটার এর মতো বিনোদন। ডিভাইস এর আলট্রা হাই কোয়ালিটির অডিও (UHQA) আপনাকে দিবে একটি উন্নত সাউন্ড অভিজ্ঞতা।

- ৬" ফুল এইচডি বড় পর্দার সুপার এমোলেড
- ডুয়াল স্পিকার (অডিও ভিজুয়াল স্বচ্ছতা)
- আলট্রা হাই কোয়ালিটির অডিও (UHQA)


360 ডিগ্রী ভিউ ইন ক্যামেরাঃ

এই প্রথম স্যামসং গ্যালাক্সি C9 Pro এর মাধ্যমে উভয় দিকেই পাচ্ছেন ১৬ মেগা-পিক্সেল ক্যামেরা সাথে এপার্চার f/1.9। শুধু তাই নয় সেলফি ক্যামেরাতেও পাচ্ছেন সর্বোচ্চ মানের ছবি তুলার বিশেষ সুবিধা সাথে থাকছে ফ্রন্ট ক্যামেরায় অটো ফ্লাশ এবং বিউটি ফেস ফাংশন মুড। এতে করে আপনি আপনার বেষ্ট ছবিটি পাবেন খুব সহজেই।

- উভয় দিকেই পাচ্ছেন ১৬ মেগা-পিক্সেল ক্যামেরা
- উভয় দিকেই পাচ্ছেন এপার্চার f/1.9
- ফ্রন্ট ক্যামেরায় অটো ফ্লাশ
- বিউটি ফেস ফাংশন
- ব্যাক ক্যামেরায় থাকছে ডুয়েল এলইডি ফ্লাশ
- সর্বোচ্চ মানের ভালো ছবির নিশ্চয়তা

গেম লঞ্চারঃ

গ্যালাক্সি C9 Pro থাকছে জিপিউ Adreno 510

■ Adreno 510 Specifications:
》Manufacturer Qualcomm
》Adreno 500 Series
》Adreno 510
》Architecture - Adreno 500
》Pipelines - unified
》Shared Memory - yes
》DirectX - DirectX 12.1
》Technology - 14 nm
》Features - OpenGL ES 3.2, OpenCL 2.0, Direct3D 12 (FL 12_1)
》Date of Announcement 15.12.2015

এতে থাকছে vulkan API 1.0 যার ফলে প্লে-স্টোরের A-Z গেম আপনি অনায়াসে খেলতে পারবেন কোনো প্রকার বাফারিং ছাড়াই। সহজ ভাষায় আপনি নেক্সট লেভেল গেমিং এক্সপেরিয়েন্স পাবেন এই ডিভাইটিতে।

- GPU Adreno 510
- Vulkan API v1.0
- প্লে-স্টোরের A-Z গেম সাপর্টেট
- নেক্সট লেভেল গেমিং এক্সপেরিয়েন্স

এছাড়াও কিছু অসাধারন ফিচার সাথে লাইফ রিলেটেড আলট্রা ফিচারসহ পাবেন C9 Pro। ফলে জীবন যাত্রা হবে দ্রুততর, বাধামুক্ত হবে অডিও ভিজুয়াল স্বচ্ছতা সম্পন্ন জীবন, পাবেন গেমিং রাজ্যের এক অসাধারন স্বাদ।

》এক-নজরে দেখি কি কি থাকছে এই ফোনে《
- ৬ জিবি র‍্যাম/যার্ম
- Snapdragon 653 চিপসেট
- 1.95GHz 64-bit Octa-Core Processors
- 5.1 (eMMC) Technology
- ৬" ফুল এইচডি বড় পর্দার সুপার এমোলেড
- ফুল মেটাল ডিজাইন - পারফেক্ট গ্রিপ
- ডুয়াল স্পিকার (অডিও ভিজুয়াল স্বচ্ছতা)
- আলট্রা হাই কোয়ালিটির অডিও (UHQA)
- ৪০০০ mAh ব্যাটারি
- এডভান্স জি.পি.এস
- USB Type "C"
- ফাস্ট চার্জিং এনাবল
- এক্সপেনডেবল মেমোরি ২৫৬ জিবি
- ব্লু-লাইট ফিল্টার
- উভয় দিকেই পাচ্ছেন ১৬ মেগা-পিক্সেল ক্যামেরা
- উভয় দিকেই পাচ্ছেন এপার্চার f/1.9
- ফ্রন্ট ক্যামেরায় অটো ফ্লাশ
- বিউটি ফেস ফাংশন
- ব্যাক ক্যামেরায় থাকছে ডুয়েল এলইডি ফ্লাশ
- সর্বোচ্চ মানের ভালো ছবির নিশ্চয়তা
- GPU Adreno 510
- Vulkan API v1.0
- প্লে-স্টোরের A-Z গেম সাপর্টেট
- নেক্সট লেভেল গেমিং এক্সপেরিয়েন্স

আমাকে ফলো করতেঃ
1. Google Plus Link
2. Facebook Link

প্লিজ Subscribe YouTube Channel, টেকনিক্যাল ভিডিও দেখার জন্য। 

মোঃ সবুজ খান
টেক প্রিয়জন টিম

Post a Comment

Previous Post Next Post

Contact Form