আজ যে Troubleshooting এর কথা বলবো তা অনেকটাই সুপরিচিত অনেকের কাছে। আমরা এন্ড্রোয়েড প্রেমি যারা আছি তারা অনেক সময় এই বিষয়টা খেয়াল করে থাকি যে হঠাৎ করেই গ্যালারিতে কোনো ছবি দেখা যাচ্ছে না ইটস অল এবাউট ব্লাংক।
এর সমাধান অনেকেই জানেন আবার অনেকেরি জানা নাই,তো চলুন যেনে নেই কিভাবে আপনি "Gallery Blank" এই সমস্যার সমাধান করবেন।
সমাধান ১::
আপনি চাইলেই এই সমস্যার সমাধান একটি "3rd Party App X-Plore" অথবা ফোনের বিল্ট ইন "File Manager/My Files" দিয়ে করতে পারেন।আমি "File Manager/My Files" দিয়ে কিভাবে করবেন তা দেখাচ্ছি।
My Files > More > Device Storage |
Show Hidden files |
শুরুতেই "File Manager/My Files" এ যাবেন, সেখান থেকে "More" এ ক্লিক করবেন দেখবেন ২টা লেখা আসবে "Clear Recent file history" / "Show Hidden Files" আপনি "Show hidden files" এ ক্লিক করবেন।
Android Folder |
তারপর "Device Storage" এ যাবেন এবং একটু নিচে অথবা শুরুতেই দেখবেন "Android" নামে একটা Folder আছে ওইটায় ক্লিক করুন। এবার "data" তে ক্লিক করুন এবং সবার নিচে দেখবেন .nomedia একটা ফাইল আছে।
.nomedia |
.nomedia ফাইলটা Delete করে দিন
এখন ফোনটা বন্ধ করে আবার চালু করেন,দেখবেন "Gallery Show" করছে।
সমাধান ২::
এই সমস্যাটি অনেক সময় "Media" তে কিছু ত্রুটি থাকার কারনে হতে পারে,তাই এই সমস্যার সমাধান আমরা "Media" দিয়েও করতে পারি।System Apps > Media Storage |
প্রথমেই "Setting" এ গিয়ে "Application > তারপর Application Manager > Show system apps/All এ যাবেন,দেখবেন সব এপ্স গুলো সারিবদ্ধ ভাবে সাজানো আছে আপনি "M" সিরিজ এ গিয়ে "Media storage" এ ক্লিক করবেন।
Storage |
"Media storage" এ যাওয়ার পর "Clear cache এবং Clear Data" গুলো করে ফেলেন। এবং তার পর "force Stop" দেন এবং "Disable" করে আবার "Enable" করেন।
Clear Cache/ Clear Data |
এইবার মোবাইলটি বন্ধ করে পুনরায় চালু করুন (রিস্টার্ট) , ব্যাস কাজ শেষ। আপনার গ্যালারি আবার চলে আসছে নাও এঞ্জয়।
সমাধান ৩::
আশা করছি উপরের সমাধান ২টা আপনাদের কাজ ১০০% করে দিবে। কিন্তু যদি কোনো কারনবশত সমস্যাটির সমাধান না হয় তবে এই ৩য় সমাধানটি লক্ষ্য করুন,আশা করছি কাজ হয়ে যাবে।শুরুতেই "My Files/ File Manager" এ গিয়ে "Android" এ যেতে হবে।
Android Folder |
"Android" থেকে "data" তারপর "com.android.gallery3d" একটু কষ্ট করে খুজে বের করতে হবে।
Android > data |
"com.android.gallery3d" |
খুজে বের করার পর "com.android.gallery3d" এই ফোল্ডারটি ডিলিট করে দিতে হবে। এই ফোল্ডারটি "Device Storage এবং SD Card" উভয় জায়গা থেকেই ডিলিট করে দিতে হবে।
তারপর "Setting" এ গিয়ে "Application > তারপর Application Manager > Gallery তে যাবেন। "Gallery" তে যাওয়ার পর "Clear cache এবং Clear Data" গুলো করে ফেলেন।
Gallery |
Gallery > Storage |
Clear Cache/Clear Data |
ছোট একটি টিপস উপহারঃঃ
আপনি যদি কোনো বন্ধুকে ম্যাজিক দেখতে চান তবে নিম্নের কাজটি করতে পারেন,হাও টু মেক গ্যালারি গায়েবঃ যখন কেউ গ্যালারিতে প্রবেশ করবে তখন সে গ্যালারিতে কিছুই দেখতে পাবে না সব শুন্য/ফাকা থাকবে। চলুন দেখে নেই কিভাবে করবেন,
For Make Gallery Empty :
Settings > Application/Application Manager > More/All/ Show system apps > Media Storage > Disable
For Make Gallery Normal :
Settings > Application/Application Manager > More/All/ Show system apps > Media Storage > Enable
আমাকে ফলো করতেঃ
1. Google Plus Link
2. Facebook Link
প্লিজ Subscribe YouTube Channel, টেকনিক্যাল ভিডিও দেখার জন্য।
মোঃ সবুজ খান
টেক প্রিয়জন টিম
Tags
Tips and Tricks