Pinning Window in Your Android for Better Services (Updated)


একটা গল্প বলি,

" আমার আপুর ছোট মেয়ে সাহাবা। যখনি সময় পেতাম সাহাবার ভিডিও করতাম,খুবিই চঞ্চল একটি মেয়ে। আর মজার ব্যাপারটি হলো সাহাবা আমার করা ওর ভিডিও গুলো দেখতে খুব ভালোবাসে।

কিন্তু আমি যখন ভিডিও প্লে করে দেই, হয়তো ফোনের "রিসেন্ট কি" অথবা "হোম কি" তে সাহাবা প্রেস করে বসতো অথবা প্রেস লেগে যেতো।

সে অবস্থায় সাহাবা রাগ করে ফোন রেখে দিতো। "

তো যদি এমন হতো যে কোনো কাজ করার সময় ফোনের কোনো প্রকার "কি" কাজ করবে না তাহলে অনেক ভালো হতো।

তাহলে চলুন দেখা যাক কাজটি আমরা কিভাবে করবো,

[ আপনার এই কাজের জন্য এন্ড্রোয়েড অপারেটিং সিস্টেম অবশ্যই ৫.০ + হতে হবে ]

১। প্রথমেই Setting এ গিয়ে Lock Screen and Security অথবা শুধু Security তে যাবেন।




২। Scroll করে একদম নিচে চলে যান,সেখানে Others Security Settings এ ক্লিক করুন।


৩। আবার একটু Scroll করে নিচে গেলে দেখতে পাবেন Pin Windows


৪। ডিফল্ট অবস্থায় Pin Windows অফ করা থাকে আপনি কষ্ট করে অন করে নিন।


ব্যাস কাজ শেষ, Settings Complete.

এবার আপনি Gallery তে যান, তারপর "রিসেন্ট কি"[Samsung] তে ক্লিক করুন দেখবেন ছবির মতো পিন আকারের একটি সাইন দেখা যাচ্ছে। ওইটায় ক্লিক করলেই দেখবেন একটি Popup আসবে, আপনি Start এ ক্লিক করবেন, হয়ে গেলো আপনার Windows Pinning.


Pin Windows আনলক করার জন্য "রিসেন্ট কি & বেক কি"[Samsung] [ Walton+Symphony এর জন্য শুধু Menu বাটন ] [ Huawei & OPPO তে এই ফিচারটি নেই ] একসাথে প্রেস করে ধরে রাখেন,দেখবেন Pin Windows Unpin হয়ে গেছে।

আমাকে ফলো করতেঃ
1. Google Plus Link
2. Facebook Link

প্লিজ Subscribe YouTube Channel, টেকনিক্যাল ভিডিও দেখার জন্য। 

মোঃ সবুজ খান
টেক প্রিয়জন টিম

Post a Comment

Previous Post Next Post

Contact Form