Interaction Control দিয়ে আপনি আপনার ফোনটিকে নতুন আকারে অন্যের কাছে তুলে ধরতে পারবেন।
Interaction Control দিয়ে যা যা করতে পারবেন,
সুবিধাসমূহ/অসুবিধাসমূহ ::
১। Screen এর একটি নির্দিষ্ট অংশ আপনি ব্লক করে রাখতে পারবেন,এতে করে কেও আপনার ফোনটি ব্যবহার করতে পারবে না।
২। Auto Rotation বন্ধ হয়ে যাবে
৩। Calls সমূহ Block হয়ে যাবে,কেও যদি আপনাকে Call করে তাহলে সে আপনার ফোনটি ব্যস্ত পাবে।
৪। Notification Panel এর টাচ কাজ করবে না।
৫। কিছু কিছু এপস এর Notification কাজ করবে না।
৬। ফোনের কোনো বাটন কাজ করবে না।
কিভাবে Interaction Control চালু করবেন,
১। প্রথমেই Setting এ গিয়ে Accessibility তে যাবেন।
২। তারপর Dexterity and Interaction এ যাবেন।
৩। অত:পর Interaction Control এ ক্লিক করবেন।
৪। সেখানে দেখবেন Default হিসাবে Interaction Control অফ করা আছে, আপনি অন করে দিবেন।
Interaction Control চালু করার ক্ষেত্রে নিম্নোক্ত ফিচার গুলো OFF করতে হবে,
১। Pinning Windows
2। Settings > Advance Features > Smart Alert OFF > Easy Mute OFF
ব্যস কাজ শেষ, এইবার আপনি Interaction Control উপভোক করতে পারবেন।
আপনি চাইলে যেকোনো স্থান থেকে Interaction Control চালু করতে পারবেন, লাইক ( Gallery, Settings, Video, Picture, Anything you Want )
বি.দ্রঃ কিটক্যাট এবং এর নিচের অপারেটিং ডিভাইসগুলোতে "হোম স্ক্রিন" থেকে Interaction Control চালু করা যায় না
Interaction Control অন/অফ কিভাবে করবেন,
Interaction Control অন/অফ করার জন্য Volume Down + Home Key একসাথে একি সময়ে প্রেস করতে হবে (অন/অফ প্রক্রিয়া একি রকম)
আমাকে ফলো করতেঃ
1. Google Plus Link
2. Facebook Link
প্লিজ Subscribe YouTube Channel, টেকনিক্যাল ভিডিও দেখার জন্য।
মোঃ সবুজ খান
টেক প্রিয়জন টিম
1. Google Plus Link
2. Facebook Link
প্লিজ Subscribe YouTube Channel, টেকনিক্যাল ভিডিও দেখার জন্য।
মোঃ সবুজ খান
টেক প্রিয়জন টিম
Tags
Tips and Tricks