স্যামসাং মোবাইলের স্ক্রিন আটো লক থাকা কালিন কল কাটার সহজ উপায়!!! How to cut your call easily on a Samsung Smart Phone


আজ আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হল, আমরা মোবাইলে কথা বলার সময় মোবাইলের স্ক্রিন আটো লক হয়ে যায়।

ফলে আমাদের বিরক্ত লাগে, এই সমস্যাটা, আসলে সমস্যা বললে ভুল হবে সিস্টেমটা সাধারনত "SAMSUNG" মোবাইলে হয়ে থাকে।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে স্ক্রিন আনলক ছারাই কল কেটে দিতে পারেন এবং সুয়াইপ(Swip) ছারাই কল ধরতে পারেন।

চলুন ধাপগুলো একে একে Screenshot অনুযায়ী দেখে নেই,

১. প্রথমেই মোবাইলের Setting এ গিয়ে Accessibility যাবো।
China ফোন এর জন্য নিচের Screenshot টা দেখুন,
Chinese

২. Accessibility থেকে Answering/ending calls এ যাবো।
China ফোন এর জন্য নিচের Screenshot টা দেখুন,
Chinese

৩. তারপর ANSWER CALLS BY Pressing the home key তে টিক মার্ক দিবো, যদি হোম কি দিয়ে কল রিসিভ করতে চাই।

৪. আর END CALL BY Pressing the power key তে টিক মার্ক দিবো, যদি পাওয়ার কি দিয়ে কল কেটে দিতে চাই।

ব্যাস আপনার কাজ শেষ,
এইবার বেক বাটন প্রেস করে করে বেড়িয়ে আসুন।
এখন একজন কে কল করুন তারপর পাওয়ার বাটন এ চাপ দিন দেখেন আপনার কলটি কেটে গেছে।

ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।

Post a Comment

Previous Post Next Post

Contact Form