এন্ড্রয়েড এ Developer Option চালু করার উপায়~How to get Developer Option in an Android


আপনার এন্ড্রয়েড মোবাইলে Developer Option টা কিভাবে আনবেন তা নিয়েই আজকের টপিক।

প্রথমেই আপনাকে Settings এ যেতে হবে।

Settings এ গিয়ে Scroll করে সবার নিচে চলে আসুন।

দেখবেন About Device Option টা দেখা যাচ্ছে।

Scroll করে একটু নিচে নেমে আসলেই দেখবেন Build number লেখাটা দেখা যাচ্ছে, ওইখানে ক্লিক (Click) করতেই থাকুন।


Developer mode has been enabled দেখবেন এই লেখাটা আপনার ডিসপ্লেতে ভেসে উঠসে।

ব্যাস!!! আপনি হয়ে গেলেন এখন এন্ড্রয়েড এর একজন ডেভেলপার।

ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।

Post a Comment

Previous Post Next Post

Contact Form