Safe Mode কি,কিভাবে তা করবেন এবং কিভাবে তা বন্ধ করবেন তার বিস্তারিত দেখুন।

Safe Mode Explained - Full Guide

Safe Mode Explained - Full Guide

এন্ড্রয়েড মোবাইলে Safe Mode কি এবং এর প্রয়োজনীয়তা কি তা নিয়ে আজকের আলোচনা।

Safe Mode
Safe Mode

Safe Mode কি?

আপনার যারা কম্পিউটার ব্যবহার করেন তারা ইতিমধ্যেই জানেন কম্পিউটারে সাধারনত যদি কোন সমস্যা দেখা দেয় তো কম্পিউটার অটোমেটিক Safe Mode এ রান করে। আর Safe Mode এ রান করলে কম্পিউটারের software জনিত সমস্যা গুলো দ্রুত সমাধান হয়ে যায়।

এন্ড্রয়েড মোবাইলেও Safe Mode এ ঠিক একই রকম সুবিধা পাওয়া যায়। বিশেষ করে গেমস খেলার জন্য Safe Mode হচ্ছে সব চেয়ে নিরাপদ।

সাধারণত আমরা যখন মোবাইল অন করি তখন মোবাইলের system apps সহ install করা সকল এপস-ই Open হয়, কিন্তু আপনি যখন আপনার মোবাইল Safe ModeOpen করবেন তখন শুধু মাত্র আপনার মোবাইলের system file গুলো রান করবে।

Safe Mode অনেক নিরাপদ এবং সহজ একটি প্রক্রিয়া, এটাতে ঘাবরানোর কিছু নেই। যদি একবার আপনারা এটা বুঝতে পারেন, তাহলে আর কখনোই আপনারা Safe Mode নিয়ে ভয় পাবেন না।

কিভাবে Safe Mode এ যাবেন?

কিছু কিছু মোবাইলে Power Button কয়েক সেকেন্ড চেপে ধরলেই লেখা আসে POWER OFF, REBOOT, SAFE MODE। তখন এই Safe Mode এ ক্লিক করলেই আপনার মোবাইলটি Safe Mode এ রান করবে।

আবার অনেক মোবাইলে এই অপশন থাকে না, যেমন Samsung New Model গুলো। তখন একটু অন্যভাবে আপনার Safe Mode এ মোবাইল রান করাতে হবে।

আর একটা কথা বলে রাখি যদি কোন মোবাইল কোম্পানী সেই মোবাইলে Safe Mode এর কোন অপশন-ই না রাখে তাহলে কিন্তু আপনি ইচ্ছে করলেই Safe Mode এ যেতে পারবেন না।

Safe Mode থেকে Normal Mode এ যাওয়ার নিয়ম

সাধারণত Safe Mode থেকে Normal Mode এ ফিরে যেতে হলে ফোন Re-Start করলেই হবে। আর যদি কাজ না হয় তাহলে ফোন অফ করে ব্যাটারি কয়েক সেকেন্ড খুলে রেখে আবার লাগান। এরপর মোবাইল অন করুন। Normal Mode এ অন হবে আপনার মোবাইলে।

কিন্তু এরপরেও যদি কাজ না হয় তাহলে কি করবেন? ভয় পাওয়ার কিছু নেই। আপনি যে ভাবে Safe Mode এ গিয়েছেন ঠিক একই প্রকিয়ায় আপনি Normal Mode এ ফিরে আসতে পারবেন। অর্থাৎ ফোনের Safe Mode এ যাওয়ার জন্য আপনি যা করেছেন Normal Mode এ ফিরে যেতেও ঠিক এক-ই কাজ করতে হবে।

কেন Safe Mode ব্যবহার করা হয়?

সাধারণত ফোনের Simple সমস্যার জন্য আমরা মোবাইল নিয়ে কাষ্টমার কেয়ারে চলে যাই। যেমন:

  • টাচ অটো কাজ করছে না,
  • ফোন অনেক স্লো হয়ে গেছে,
  • কিছু কিছু এপস অন করলেই লেখা আসে “unfortunately …..has closed” অথবা “Force Close”।

এই সমস্যা থেকে মুক্তি পেতে আমরা অনেক কিছুই করি। কিন্তু অনেক সময় কোন কিছুতেই কাজ হয় না। তখন আমাদেরকে Safe Mode এর আশ্রয় নিতে হয়।

যারা এই গুলো বোঝে তারা Safe Mode এ গিয়ে সমাধানের চেষ্টা করেন আর যারা না বোঝেন তারা মোবাইল নিয়ে কাষ্টমার কেয়ার এ চলে যায়।

Safe Mode এ গেমস খেলার সুবিধা

যদি মোবাইলে র‌্যাম/প্রসেসর কম থাকে সেই ক্ষেত্রে Safe Mode এ গেমস খেলার মজা সব চাইতে বেশি। কারণ, Safe Mode এ সিস্টেম এপস ছাড়া কোন এপস রান করে না, তাই install করা কোন এপস background এ র‌্যাম শেয়ার করে না।

Safe Mode কতটুকু নিরাপদ?

Safe Mode সম্পূর্ণ নিরাপদ একটি প্রক্রিয়া। তবে Safe Mode থেকে Normal Mode এ ফিরে গেলে আপনার মোবাইল আগে যে অবস্থায় ছিলো সে রকম থাকবে।

প্লিজ Subscribe YouTube Channel, টেকনিক্যাল ভিডিও দেখার জন্য।

8 মন্তব্যসমূহ

  1. Amr Samsung j2 2016 ar phone safe kivabe on hoice jani na upore notification asse disabled korar jnno but oi khane clik kori restart hoy kintu safe mode off hoy na😭

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম