নেট স্পিড বাড়িয়ে নিন Bandwidth Limit change করে

আমরা যারা নেট ব্যবহার করি তারা সবাই একটি সমস্যায় ভুগি তা হল ইন্টারনেট স্পীড আপনি জানেন কি আপনার Microsoft Windows আপনার কম্পিউটার এর ২০% ইন্টারনেট স্পীড কমানো থাকে বাই ডিফল্ট।

এই ২০% ব্যান্ডউইড Microsoft তাদের আপেডট করার জন্য
রিসার্ভ করে রাখে সেই জন্য আপনি বঞ্ছিত হচ্ছেন ২০% ব্যান্ডউইড থেকে। 
তাই আমি দিচ্ছি ২০% ব্যান্ডউইড যোগ করার ছোট্ট একটা টিপস।


এজন্য আপনাদের যা করতে হবে তা হলঃ
Click Start ( desktop start pogram ) Click Run এবার Type করুন 
gpedit.msc Type হলে এন্টার দিন অথবা Ok ক্লিক করুন তারপর
Group Policy নামে একিট ডাইলগ বক্স আসবে।
এবার আমাদের যা, করতে হবে তা হল
(Computer Configuration) এ Double Click—-
(Administrative Templates) এ Double Click—- (Network)
এ Double Click—-(QoS Packed Scheduler) এ Double
Click—- (Limit resolvable bandwidth) এ Double Click—-
এবার নতুন আর একটা ডাইলগ বক্স আসবে সেখানে not configure দেয়া থাকবে
আপনি সেটা কে Enable Click করে Bandwidth Limit (%) 20% দেয়া থাকবে 
আপনি সুধু ২০% কমিএ 0 করে Apply Ok Click করুন ব্যাস আপনার কাজ শেস।
Wnidows 7 Or Vista এর জন্য একটু
আলাদা লাগতে পারে তবে একটু খেয়াল
করলে বুঝতে পারবেন।
ধন্যবাদ।

আমাকে ফলো করতেঃ

প্লিজ Subscribe YouTube Channel, টেকনিক্যাল ভিডিও দেখার জন্য। 

টেক প্রিয়জন টিম

Post a Comment

Previous Post Next Post

Contact Form