আজ আপনাদের মাঝে হাজির হলাম পুরাতন একটা বিষয় নিয়ে।
বিষয়টা অনেকের কাছে পুরাতন হলেও, অনেকেই এমন আছি যারা এই বেপারে পুরোপুরি দক্ষতা অর্জন করতে পারিনি।
আজকের টপিক হলোঃ
কিভাবে Google/Gmail এ Contacts নাম্বার Save করবো, এবং প্রয়োজনের সময় কিভাবে তা ফিরে পাবো।
ধাপ ১ :
Google/Gmail এ Contacts নাম্বার Save করার উপায়ঃ
*প্রথমেই আপনার একটা Gmail আইডি থাকতে হবে।
*আইডিটা আপনার এন্ড্রয়েড ফোনে Login করা থাকতে হবে।
*তারপর নিচের কাজগুলো করতে হবে,
Menu→Contacts→menu→Settings→Import/Export→Import from wherever u want.
Screenshot দেখতে পারেন।
Gmail থেকে কিভাবে Contacts ফিরিয়ে আনবেন?
*প্রথমেই আপনার একটা Gmail আইডি থাকতে হবে।
*আইডিটা আপনার এন্ড্রয়েড ফোনে Login করা থাকতে হবে।
*তারপর নিচের কাজগুলো করতে হবে,
Menu→Setting→General→Account→Google→Sync all
Screenshot দেখতে পারেন।
আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে কি করতে হবে।
আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।
আমাকে ফলো করতেঃ
1. Google Plus Link
2. Facebook Link
প্লিজ Subscribe YouTube Channel, টেকনিক্যাল ভিডিও দেখার জন্য।
মোঃ সবুজ খান
টেক প্রিয়জন টিম
Tags
Tips and Tricks